Mamata Banerjee Dharmatala LIVE: প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন, মোদিকে মমতা

Mamata Banerjee Dharmatala Meeting LIVE Updates: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু  মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Mar 2021 03:36 PM
Mamata Banerjee Dharmatala LIVE: ফোন করে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না, বার্তা মমতার

ফোন করে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না। ধর্মতলা থেকে এই বলে বক্তব্য শেষ করলেন মমতা। 

Mamata Banerjee Dharmatala LIVE: খেলা হবে? ধর্মতলা থেকে স্লোগান মমতার

খেলা হবে? স্লোগান ধর্মতলা থেকে মমতার। 

Mamata Banerjee Dharmatala LIVE: আমফান, করোনায় সময় আমি রাস্তায় নেমেছি, মোদিকে আক্রমণ মমতার

আমফান, করোনায় সময় আমি রাস্তায় নেমেছি। আপনি ভার্চুয়াল করে কাজ সেরেছেন। কাল ব্রিগেডকে বিগ্রেড করে ছেড়েছেন। টাকা দিয়ে সব হয় না। 

Mamata Banerjee Dharmatala LIVE: কোভিড ভ্যাকসিনে নিজের মুখ, মোদিকে আক্রমণ মমতার

সব জায়গায় নিজের ছবি, নাম। কোভিড ভ্যাকসিনে নিজের মুখ। পেট্রোল পাম্পে নিজের মুখ। নিজের নামে স্টেডিয়ামে।  ইসরোতেও নিজের ছবি পাঠিয়েছেন। 

Mamata Banerjee Dharmatala LIVE: যতই কর হামলা, জবাব দেবে বাংলা, বললেন

যতই কর হামলা, জবাব দেবে বাংলা। কাল বললেন ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাবেন। বাংলায় ঘরে ঘরে ডাক্তার। মোদির বক্তব্যের জবাব মমতার। 

Mamata Banerjee Dharmatala LIVE: আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকাবেন, মমতা

প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না। আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকাবেন। বললেন মমতা। 

Mamata Banerjee Dharmatala LIVE: প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন, মোদিকে মমতা

বিনা পয়সায় আমরা চাল দিচ্ছি, ফোটাতে লাগছে ৯০০ টাকার গ্যাস। কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। কটাক্ষ মমতার। 

Mamata Banerjee Dharmatala LIVE: বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত, কটাক্ষ মমতার

প্রধানমন্ত্রী বলছেন, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত। মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ। 

Mamata Banerjee Dharmatala LIVE: প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, সেটা আজব বিষয়, মন্তব্য মমতার

প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, সেটা আজব বিষয়। 

Mamata Banerjee Dharmatala LIVE: নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব, বললেন মমতা

নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। মহিলাদের অসম্মান মানব না। মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু  মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। দুপুর ৩টেয় মিছিল শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটলেন তারকারাও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.