Mamata Banerjee Dharmatala LIVE: প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন, মোদিকে মমতা

Mamata Banerjee Dharmatala Meeting LIVE Updates: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু  মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Mar 2021 03:36 PM

প্রেক্ষাপট

কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু  মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। দুপুর ৩টেয় মিছিল শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটলেন তারকারাও। ...More

Mamata Banerjee Dharmatala LIVE: ফোন করে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না, বার্তা মমতার

ফোন করে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না। ধর্মতলা থেকে এই বলে বক্তব্য শেষ করলেন মমতা।