Mamata Banerjee Hazra Rally LIVE: ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে, চ্যালেঞ্জ মমতার

সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2021 01:39 PM
Mamata Banerjee Hazra Rally LIVE: হাজরায় অনেকবার অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে, বললেন মমতা

আমাকে আহত করার ঘটনা ঘটেছে। হাজরা আমার কাছে ঐতিহাসিক জায়গা, এখানে অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে। এই বলে বক্তব্য শেষ করলেন মমতা। 

Mamata Banerjee Hazra Rally LIVE: নিহত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর, বললেন মমতা

নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। বললেন মমতা। 

Mamata Banerjee Hazra Rally LIVE: ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে, চ্যালেঞ্জ মমতার

ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে। চ্যালেঞ্জ মমতার। 


 

Mamata Banerjee Hazra Rally LIVE: শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি, বললেন মমতা

শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি। গণতন্ত্রের যন্ত্রণা বড়। 

আমাকে বেরোতেই হবে, জানালেন মমতা

অনেক বাধার মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি। কিন্তু কখনও মাথা নত করিনি। আমাকে ডাক্তাররা ১৫ দিন রেস্ট নিতে বলেছেন। আমাকে বেরোতেই হবে। 

কাল পুরুলিয়ায় সভা, জানালেন মমতা

আজ নন্দীগ্রাম দিবস। কৃষক দিবস। আজ দুর্গাপুর যেতে হবে। কাল পুরুলিয়া সভা। 

Mamata Banerjee Hazra Rally LIVE: সভামঞ্চে ওঠার জন্য র‌্যাম্পের বন্দোবস্ত

সভামঞ্চে ওঠার জন্য র‌্যাম্পের বন্দোবস্ত। 

Mamata Banerjee Hazra Rally LIVE: রাজ্য রাজনীতিতে বিরল চিত্র, হুইলচেয়ারেই পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী

রাজ্য রাজনীতিতে বিরল চিত্র। হুইলচেয়ারে বসে পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী। 

Mamata Banerjee Hazra Rally LIVE: মিছিলের জেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ির অভিমুখ

মিছিলের পথে সব গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

Mamata Banerjee Hazra Rally LIVE: ৭ দিন পর ফের চিকিৎসকরা দেখবেন, এর মধ্যেই কর্মসূচি

বাঁ পায়ে কোনও রকম নড়াচড়া না লাগে তা বলা হয় চিকিৎসকদের তরফে। ৭ দিন পর ফের চিকিৎসকরা দেখবেন। এর মধ্যেই কর্মসূচি।

Mamata Banerjee Hazra Rally LIVE: মমতার মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান

মমতার নেতৃত্বে মিছিল। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান। 

Mamata Banerjee Hazra Rally LIVE: ভবানীপুর পেরিয়ে হাজরার দিকে মিছিল

ইতিমধ্যে ভবানীপুর পেরিয়ে গিয়েছে মিছিল। মিছিলে আছেন টালিগঞ্জের কলাকুশলীরা। 

Mamata Banerjee Hazra Rally LIVE: কাপুরুষের সামনে মাথা নত করব না, ট্যুইট মমতার

সভায় যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করব। আমার এখনও অনেক ব্যথা আছে। কিন্তু তার থেকেও অনেক বেশি ব্যথা মানুষের জন্য অনুভব করছি। এই লড়াইয়ে আমাদের জন্মভূমিকে রক্ষা করব। আমরা অনেক সহ্য করেছি। হয়ত আরও করব। কিন্তু কখনই কাপুরুষের সামনে মাথা নত করব না।  

Mamata Banerjee Hazra Rally LIVE: মিছিলের চারদিকে দড়ি দিয়ে ৫০ মিটার কর্ডন

মিছিলের চারদিকে দড়ি দিয়ে ৫০ মিটার কর্ডন। 

Mamata Banerjee Hazra Rally LIVE: মমতার পদযাত্রায় পুলিশের বেনজির নিরাপত্তা

পদযাত্রায় আছে পুলিশের বেনজির নিরাপত্তা। 

Mamata Banerjee Hazra Rally LIVE: মমতার সঙ্গে মিছিলে অংশগ্রহণ তৃণমূল প্রার্থীদের

মিছিলে মমতার সঙ্গে আছেন তৃণমূল প্রার্থীরাও। 

Mamata Banerjee Hazra Rally LIVE: নন্দীগ্রামে আহত হওয়ার পর প্রথম কর্মসূচি

নন্দীগ্রামে আহত হওয়ার পর প্রথম কর্মসূচি। তৃণমূল নেত্রীর হুইলচেয়ারের পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee Hazra Rally LIVE:হুইলচেয়ারে বসে মিছিলে অংশগ্রহণ মমতার

হুইলচেয়ারে বসে মিছিলে অংশগ্রহণ মমতার। 

Mamata Banerjee Hazra Rally LIVE: মেয়ো রোডে সভা স্থলে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

বাড়ি থেকে মেয়ো রোডে সভা স্থলে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

কলকাতা: নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী। সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.