কলকাতা :  দুই তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস । দলীয় প্রার্থী, নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস , সেই ব্যাপারেও আশাবাদী মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় বৈঠকে কিছু নির্দেশ দেন তিনি। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ  - 



  • ‘গণনার সময় টেবিল ছেড়ে আসা যাবে না’

  • ‘গণনাকেন্দ্রে কর্মীদের গতিবিধি নজর রাখবে দল’

  • ‘শুরুতে বিজেপি এগিয়ে গেলেও, গণনাকেন্দ্র ছাড়া যাবে না’

  • ‘অন্যের খাবার খাওয়া যাবে না, নেতাদের বার্তা মমতার: সূত্র

  • বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশ

    করোনার সঙ্কটের মধ্যেই ৮ দফার ম্যারাথন ভোট-লিগ শেষ! অপেক্ষা ফাইনাল রেজাল্টের! তার আগে কে-কত আসনে জিতবে, তা নিয়ে চাপানউতোর চলছে শাসক-বিরোধীর মধ্যে। সূত্রের খবর, শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেত্রী দাবি করেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূলই।
    অন্যদিকে দিলীপ ঘোষের দাবি, এক্সিট পোলের হিসেব জানি না, আমরা এগজ্যাক্ট পোলে বিশ্বাসী। বিজেপি ২০০ র কাছাকাছিই আসন পাবে, এখনও প্রত্যয়ী দিলীপ ঘোষ। 


     


    ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে সবকটি আসনই দখল করে বিজেপি। বিধানসভাভিত্তিক ফলে ওই এলাকায় তৃণমূলকে টেক্কা দেয় গেরুয়া ব্রিগেড। সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের উপস্থিতিতে তৃণমূল নেত্রী, দলীয় প্রার্থীদের আশ্বস্ত করে বলেন,  উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের কিছু জেলায় বিজেপি শুরুর দিকে এগিয়ে থাকতে পারে। তাতে হতাশ হওয়ার কারণ নেই। আশাতীত ফল হবে। সকালের দিকে বিজেপি এগিয়ে গেছে ভেবে হাল ছেড়ে দিলে হবে না। কাউন্টিং এজেন্টকে শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে হবে।
     


    রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, '' উনি হতাশ, তৃণমূল সরকার যাচ্ছে, ওদের পাম্প দেওয়ার চেষ্টা করছে, ভোকাল টনিক দিচ্ছেন, মমতা জানেন উত্তরবঙ্গ-জঙ্গলমহলে তৃণমূল সাফ, তাই এখন এসব বোঝাচ্ছে''


    সূত্রের খবর, বিহার নির্বাচনের প্রসঙ্গে টেনে, দলীয় প্রার্থী, কাউন্টিং এজেন্টদের সতর্ক করে তৃণমূল নেত্রী নির্দেশ দেন, '' পোস্টাল ব্যালট গণনার সময় কড়া নজর রাখতে হবে। কারচুপি হতে পারে। গোলমাল পাকানো হতে পারে। সতর্ক থাকতে হবে। কোনও প্ররোচনা বা প্রলোভনে পা দেবেন না। কারও দেওয়া খাবার খাবেন না।''


    সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে বর্ধমানের একটি কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের বিরুদ্ধে টাকা নিয়ে আগেভাগেই গণনা কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার অভিযোগ এদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কাউন্টিং এজেন্টদের কার কী আচরণ, সেদিকে নজর রাখবে দল। গণনা কেন্দ্রে সমস্যা হলে,  ৯০০৩০০৩০০১ - এই নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের কন্ট্রোল রুমে।