অরিত্রিক ভট্টাচার্য: আর কদিন পরেই লোকসভা ভোটের প্রথম দফা। ওই দফায় রাজ্যের উত্তরের তিন কেন্দ্র- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ। তার আগে জোরকদমে চলছে প্রচার। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আজই ভোট প্রচারে জোড়া সভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারে পরপর সভা করবেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গে প্রচারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)। আজই ধূপগুড়িতে জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের।


কোচবিহারে বেলা ১২টায় দিনহাটাতে মমতা বন্দ্য়োপাধ্যায় সভা (Lok Sabha Poll Campaign)) করবেন। প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা করবেন মমতা। তারপর সেখান থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় যাবেন আলিপুরদুয়ারে। সেখানে বেলা ১টার সময় সভা রয়েছে। সেখানে দলীয় প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে সভা করবেন। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন উত্তরবঙ্গে। তিনি চালসাতে থাকছেন। সেখান থেকেই সভা করবেন।


ইতিমধ্যেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দিনহাটা। বারবার দিনহাটা উত্তপ্ত হয়েছে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের দ্বন্দ্বে। হামলা-পাল্টা হামলার অভিযোগ উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কী বার্তা দেবেন সেই দিকে তাকিয়ে সকলেই।


এদিন ধূপগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তারপর সেখান থেকে ময়নাগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা অভিষেকের।  


রাজ্যে ফের আসছেন মোদি:
ভোট প্রচারে তৃতীয় বার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে ভোটের প্রথম পর্যায়ের তিনদিন আগে আগামী ১৬ এপ্রিল রাজ্য়ে জোড়া সভা প্রধানমন্ত্রীর। ওই দিন রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল ও বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা মোদির। রায়গঞ্জে দুপুর ১টা এবং বালুরঘাটে দুপুর ৩টেয় সভা করার কথা প্রধানমন্ত্রীর।


উত্তরবঙ্গের তিনটি আসনে প্রথম দফায় নির্বাচন। দ্বিতীয় দফাতেও উত্তরের বেশ কিছ আসনে ভোট রয়েছে। তাই সবার আগে প্রচারের ঝড় উঠেছে সেখানেই। ইতিমধ্যেই মোদি প্রচার করে গিয়েছেন কোচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচার করেছেন। এবার দিনহাটায় সভা করবেন তিনি। কদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়েও রাতেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার