WhatsApp Features: হোয়াটসঅ্যাপের স্টেটাস (WhatsApp Status) ফেসবুকে (Facebook) শেয়ার করার সুবিধা অনেক আগেই চালু হয়েছে। এবার আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, ইউজাররা এবার হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে (Instagram) শেয়ার করার সুবিধাও পাবেন। এই নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজকর্ম শুরু করেছে। হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রামে (Instagram Story) শেয়ার করার সুবিধা যে চালু হবে একথা আগেই শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ইউজারদের অভিজ্ঞতা যাতে আগামী দিনে আরও ভাল হয় এবং মেটা অধিকৃত বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম যাতে একে অন্যের সঙ্গে বিভিন্ন ফিচারের (WhatsApp Features) সাহায্যে সংযুক্ত থাকতে পারে তাই জন্যই এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা (Android Beta) ভার্সানে ইতিমধ্যেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। অতএব হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড (WhatsApp Android) ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। আইওএস (iOS) ভার্সানে ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার এই ফিচার। 


একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে। এক্ষেত্রে উল্লেখ্য, এই ক্রস পোস্টিং ফাংশন কিন্তু ইন-অ্যাক্টিভ থাকবে প্রাথমিক ভাবে। ইউজারদের ম্যানুয়ালি এই ফিচার চালু বা অ্যাক্টিভেট করতে হবে। তবেই হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি শেয়ার করা সম্ভব হবে ইন্সটাগ্রাম স্টোরিতে। হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস ইউজার তাঁদের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, কোনটা চান না, সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে থাকবে ইউজারদের হাতেই। হোয়াটসঅ্যাপের স্টেটাস কে দেখতে পাবেন আর কে পাবেন না সেটা যেমন ইউজার নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনই এই হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার হলে সেটাও কারা দেখতে পাবেন আর কারা পাবেন না, সেটা ইউজার নিজেই ঠিক করতে পারবেন। এর ফলে এই নতুন ফিচার সংক্রান্ত যাবতীয় নিরাপত্তা, সুরক্ষা, গোপনীয়তা থাকবে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতেই। কবে এই নতুন ফিচার চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য প্রকাশ্যে আসেনি। 


আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনের, দাম কত? কোথা থেকে কেনা যাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।