Mamata Banerjee Rally LIVE: ভাঙা পায়েই খেলা হবে, চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee Public Rally in Balarampur LIVE Updates: নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় আজ জোড়া সভা তৃণমূলনেত্রীর।
ভাঙা পায়েই খেলা হবে। চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
টাকা দিলেও ভোট দেবেন না, টাকা দেওয়াটা অন্যায়। দিল্লি দখল করে দেশটার শেষ করে দিয়েছে, সব বিক্রি করে দিচ্ছে। বিমায় হাত দিয়েছে, বেসরকারিকরণ করতে চাইছে। কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাচ্ছে, খাজনা মকুব করে দিয়েছি, সবাইকে নিয়ে আমরা কাজ করি। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বহিরাগত, গুন্ডারা আসলে মা-বোনেরা রুখে দাঁড়াবেন, হাতা-খুন্তি নিয়ে মিছিল করবেন। বিজেপিকে দেখলে বুঝবেন কে পাজি, দেখে নিতে হবে ওদের, লোকদেখানো ধর্ম করে আর গুন্ডামি, মস্তানি করে বেড়ায়।
ওরা হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। কোনও হোমে নেই যজ্ঞে নেই। বিজেপিকে আক্রমণ মমতার।
জো হাম সে টাকরায় গা ওহ চুর চুর হো যায়গা, কটাক্ষ মমতার
গণতন্ত্রের সব পথ বন্ধ। মিডিয়ার মুখ বন্ধ। গণতন্ত্রের ব্যথা সব থেকে বড় ব্য়থা। আজ বুঝবেন না। কাল বুঝবেন কোনওভাবে। আমরা থাকবই। মানুষের কাজ করাই আমাদের লক্ষ্য।
করোনার সময় কাউকে সাহায্য করেনি, আমি ঝাড়খণ্ড থেকে তাদের নিয়ে এসেছি, ৩০০ ট্রেনের ভাড়া দিয়েছি। ৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে ২ হাজার টাকা দিয়েছি।
আদিবাসীদের আমরা তৈরি করি, এক থালায় খাই, আমার সঙ্গে যে এসেছে সে আদিবাসী, একসঙ্গে খাই। বিজেপি এর-তার হাতের ছোঁয়া খাবে না, তিলক টেনে, পান চিবিয়ে টগবগ করছে।
এরা রথযাত্রা করছে, এদের রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে-দাচ্ছে-ঘুরে বেড়াচ্ছে। দেশের প্রধানমন্ত্রী এত বড় মিথ্যাবাদী কোথাও পাবেন না। বছরে দু’বার করে দুয়ারে সরকার কাজ করবে।
সেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, কোল মাইন, ইসিএল বন্ধ হয়ে গেলে সমস্ত কর্মীরা কোথায় যাবে। দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়া হচ্ছে, এরা অত্যাচারী সরকার। কাজ নেই কর্ম নেই শুধু মিথ্যা কথা বলে।
২ বছর আগে জিতে গেছে বিজেপি, ১৮ জন এমপি আবার এমএলএ ভোটে দাঁড়িয়েছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি, বিজেপিকে আক্রমণ মমতার।
পুরুলিয়ার মাটি শুকনো, সেখানে কীভাবে চাষ করা যায় তার জন্য মাটির সৃষ্টি প্রজেক্ট করছি। কুর্মি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানভূমি সংস্কৃতি অ্যাকাডেমি তৈরি হয়েছে।
রঘুনাথপুরে ৬৪ হাজার কোটির শিল্প তৈরি করছি, জঙ্গলমহল শিল্পনগরী তৈরি করছি। হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হবে। জানালেন মমতা।
আগে এসে দেখতাম মানুষ রাস্তায় বেরোতে ভয় পেত, মা-বোনেরা শান্তিতে চলতে পারেন। এতদিন পুরুলিয়ার দিকে কেউ তাকায়নি, এখন পুরুলিয়ায় রাস্তা, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে।
বিজেপির কথায় ভুল বুঝে ওদের নির্বাচিত করেছেন, ওদের অভ্যাস প্রতিদিন বাংলাকে কুৎসা, অপপ্রচার করছে। কৃষকদের আন্দোলন রুখতে পেরেক পুঁতে দেওয়া হয়েছে।
আমার কাজে দুঃখ পেলে ক্ষমা করে দেবেন।
আমার থেকে মানুষের যন্ত্রণা বেশি। আমি স্ট্রিট ফাইটার। বললেন মমতা।
অনেক মার খেতে খেতে এই জায়গায় এসেছি। আমি ভাঙি তবু মচকাই না। বললেন মমতা।
বলরামপুরের জনসভায় পৌঁছলেন মমতা।
কেউ ভোট দখল করতে এলে ছেড়ে কথা বলবেন না। ভাইয়ের পাশে থাকবে মা বোনেরা এগিয়ে যাবে।
আমার সব কর্মী ভাঙিয়ে নিয়েছ, আমার পা ভেঙেছে। শুধু ধর্মের বিভাজন করে বিজেপি। খেলা হবে, লড়াই হবে, জেতা হবে।
২০ বছর ধরে অথর্ব পাথরের মতো পুরুলিয়ায় বসে আছে কংগ্রেস। কংগ্রেস তো সরকারে আসতে পারবে না, এবার সরিয়ে দিন।
ফাইভ স্টারের খাবার খায়, তফশিলির হাতের খাবার খায় না। লোকসভায় পুরুলিয়া জেতার পর কিছু করেনি বিজেপি।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে এক টাকাও ভাড়া দেয়নি মোদি সরকার। ৩০০টি ট্রেনের ভাড়া দিয়েছে রাজ্য সরকার। বিরসা মুন্ডার ছবিতে মালা না দিয়ে অন্য একজনের মূর্তিতে মালা দিয়েছে বিজেপি। বিজেপির ন্যাকাকান্নায় ভুলবেন না।
সবাইকে দমিয়ে দেওয়ার চেষ্টা। ভাবছে বিজেপি ছাড়া দেশে আর কোনও দল থাকবে না। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। আমাকে আক্রমণ করলে মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে জবাব দেবে।
৬০ বছরের বেশি আদিবাসী সাঁওতাল পেনশন পাবেন। ১৮ বছর থেকে মিলবে বিধবা ভাতা।
পুরুলিয়ায় ৬৪০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। প্রচুর কর্মসংস্থান হবে।
যাঁরা অভিমান করে বসে আছ, বেরিয়ে এসো। বেরিয়ে এসো, লড়াই করো।
কংগ্রেস ও সিপিএম বিজেপির দালাল। গদাই-মাধাই-গদাই সিপিএম-কংগ্রেস-বিজেপি।
আমরা গরিব হতে পারি। কিন্তু মাথা নত করি না। বললেন মমতা
নির্বাচনের সময় মানুষদের ৫০০, ৫০০০ টাকা দেয় বিজেপি। ব্যাঙ্ক, কয়লা বিক্রি করে দিচ্ছ। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া বিক্রি করছে। লোকজনকে ভিক্ষা দাও নির্বাচনের সময় ।
একদিনে বাংলায় উন্নয়ন করছে তৃণমূল সরকার। অন্যদিকে গ্যাস, কেরোসিনের দাম বাড়িয়ে যাচ্ছে বিজেপি।
একমাত্র রাজ্য আদিবাসীদের জমি কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। পুরোহিতদেরও ভাতা দিচ্ছি। কৃযক, ক্ষেত মজদুর জন্য দিই।
বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। বিনা পয়সায় রেশন পাবেন।
১০ তারিখে একটি ঘটনায় পায়ে চোটের জন্য সারা শরীরে চোট। পায়ে পুরো প্লাস্টার হাঁটাচলা করতে পারছি না। নির্বাচনের সময়, আমি মনে করি আমার যন্ত্রণার থেকেও মানুষের যন্ত্রণা বেশি।
পুরুলিয়ার ঝালদায় জনসভায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা। পরের সভা দুপুর ৩টে নাগাদ বলরামপুরে।
নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় আজ জোড়া সভা করলেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। দুপুর ১টা নাগাদ ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা। পরের সভা দুপুর ৩টে নাগাদ বলরামপুরে। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী বার্তা দেন তার দিকেই নজর রাজনৈতিক মহলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -