Mamata Purulia Rally LIVE ‘কে প্রার্থী ভুলে যান, সংসার আমি তৈরি করি’, পুরুলিয়ায় মমতা

CM Mamata Banerjee Purulia Rally LIVE Updates ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট, তার আগে জমজমাট প্রচার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2021 12:32 PM

প্রেক্ষাপট

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূলনেত্রী। জঙ্গলমহলের বাকি...More

CM Mamata Purulia Speech LIVE ‘এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘মনে রাখবেন, আমি এখানে প্রার্থী। এরা না জিতলে আমি সরকার গঠন করতে পারব না। আমার ভরসা আপনারা। এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন। তাই বলি খেলা হবে, এবং খেলাতে এমন করে মারবেন বল যেন বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে পারেন। আমাকে চমকে ধমকে লাভ হবে না। আমি বিনা যুদ্ধে একইঞ্চি জমিও দেব না।’