Mamata Purulia Rally LIVE ‘কে প্রার্থী ভুলে যান, সংসার আমি তৈরি করি’, পুরুলিয়ায় মমতা

CM Mamata Banerjee Purulia Rally LIVE Updates ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট, তার আগে জমজমাট প্রচার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2021 12:32 PM
CM Mamata Purulia Speech LIVE ‘এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘মনে রাখবেন, আমি এখানে প্রার্থী। এরা না জিতলে আমি সরকার গঠন করতে পারব না। আমার ভরসা আপনারা। এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন। তাই বলি খেলা হবে, এবং খেলাতে এমন করে মারবেন বল যেন বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে পারেন। আমাকে চমকে ধমকে লাভ হবে না। আমি বিনা যুদ্ধে একইঞ্চি জমিও দেব না।’ 

CM Mamata Purulia Speech LIVE ‘হোম ট্যুরিজম হবে, ট্যুরিস্ট এসে আপনার বাড়িতে থাকবে’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘ট্যুরিস্ট আসবে, সে আপনার বাড়িতে থাকবে। হোম ট্যুরিজম। দার্জিলং, পুরুলিয়ায় করেছি। এখানেও ঢেলে সাজাবো। আমরা ১০ লক্ষ টাকা করে লোন দেব। প্রথম বারের ৫০ হাজার টাকা সুদও দিয়ে দেব। তফশিলি আদিবাসীদের ৬০ বছর হলেও ১ হাজার টাকা পেনশন। প্রত্যেক বিধবাকে ১ হাজার টাকা করে দেওয়া হবে।’ 

Mamata Banerjee Purulia Rally LIVE ‘বিনে পয়সায় রেশন সারা পৃথিবীতে কোথাও নেই’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘যদি, আমাকে বিশ্বাস করেন, আমি কন্যাশ্রী, রূপশ্রী করে দিয়েছি, স্মার্টফোন দিচ্ছি। তা সত্বেও বলছি, এইবার আমাদের সরকার জিতলে আরও করবে। বিনে পয়সায় রেশন সারা পৃথিবীতে কোথাও নেই। আমাদের সরকার জিতলে দরজায় দরজায় রেশন পৌঁছে দেব, বিনে পয়সায়।’

CM Mamata Purulia Speech LIVE ‘বাইরে থেকে সবাইকে ফিরে আসতে বলুন, চাকরির অভাব হবে না’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘ছাত্রযৌবন চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে। বাইরে থেকে সবাইকে ফিরে আসতে বলুন। চাকরির অভাব হবে না। এখানে সোলা শিল্প হচ্ছে, জরি শিল্প হচ্ছে. এখানে তাতঁশিল্প হচ্ছে। নাম না লেখালে বিজেপি এনপিআর করে বের করে দেবে।’ 

Mamata Banerjee Purulia Rally LIVE ‘যদি চান আমি সরকার গঠন করি, তাহলে ভোট দেবেন’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘রেল বাঁচাতে হলে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া দরকার। স্বপন মেটার নয়, যদি চান আমি সরকার গঠন করি, তাহলে ভোট দেবেন। আমি জানি এখানে কিছু প্রবলেম ছিল। আপনাদের টিলা দখল করে কিছু হবে না। আদিবাসীদের কথা দিচ্ছি। ’

CM Mamata Purulia Speech LIVE ‘দিব্যজ্যোতি আমাদের ছেলে, ওকে ভোট দেবেন’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘আজ অনেক মিথ্যে কথা বলছে। আগে বলে আমাদের হারিয়ে, এমপি জিতিয়ে নিয়ে চলে গেল। সে একদিনও এসেছে, ধানবাদে, ঝাড়খণ্ডে গিয়ে বসে থাকে। পুরুলিয়ায় আমাদের একটা ক্যান্ডিডেট বাতিল করে দিল। দিব্যজ্যোতি আমাদের ছেলে। ওকে ভোট দেবেন।’ 

Mamata Banerjee Purulia Rally LIVE ‘সব বন্ধ করে দিলে, মানুষের কী করে চলবে?’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘বিজেপি রেল তুলে দেওয়ার চেষ্টা করছে, এয়ার ইন্ডিয়াকে গুটিয়ে দাও, বিএসএলএন গুটি দাওয়, ব্যাঙ্ক-ইনসুরেন্স বন্ধ কর। কাশীপুরের মানুষ কোথায় যাবেন? সব বন্ধ করে দিলে, মানুষের কী করে চলবে? রেলকে বেসরকারিকরণ করতে দেব না। আন্দোলন করব। বলছে কোল ইন্ডিয়া তুলে দাও। মানুষ খাবে কী? বিজেপির মাথা চিবিয়ে তো পেট ভরবে না।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘সব বন্ধ করে দিলে, মানুষের কী করে চলবে?’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘বিজেপি রেল তুলে দেওয়ার চেষ্টা করছে, এয়ার ইন্ডিয়াকে গুটিয়ে দাও, বিএসএলএন গুটি দাওয়, ব্যাঙ্ক-ইনসুরেন্স বন্ধ কর। কাশীপুরের মানুষ কোথায় যাবেন? সব বন্ধ করে দিলে, মানুষের কী করে চলবে? রেলকে বেসরকারিকরণ করতে দেব না। আন্দোলন করব। বলছে কোল ইন্ডিয়া তুলে দাও। মানুষ খাবে কী? বিজেপির মাথা চিবিয়ে তো পেট ভরবে না।’

CM Mamata Purulia Speech LIVE ‘কে প্রার্থী ভুলে যান, সংসার আমি তৈরি করি’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। কাশীপুরে তিনি বলেন, ‘পুরুলিয়ার জনসমাগম থেকে ব্রিগেডের কথা মনে পড়ে যাচ্ছে। কে প্রার্থী হল কে না হল ভুলে যান, সংসার আমি তৈরি করি।’ 

CM Mamata Purulia Speech LIVE ‘বিজেপির হাতের খাবার খাবেন না’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘কেউ কিছু দিলে খাবেন না। বিরিয়ানিতে ওষুধ মিশিয়ে দিতে পারে। বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে। কিন্তু বিজেপির হাতের খাবার খাবেন না। মাথা উঁচু রেখে চলতে হবে।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমার সঙ্গে ঘুমায় বাউরি ঘরের একটা মেয়ে’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘হিন্দু মুসলমান করবেন না। আমরা সবাই এক। আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে আমার সঙ্গে ঘুমায় বাউরি ঘরের একটা মেয়ে।’

CM Mamata Purulia Speech LIVE ‘আমি এক পায়ে যা শট মারব তাতে ওদের মাঠের বাইরে বের করে দেব’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘বিজেপি ভাবছিল মমতার তো পায়ে মেরেছি আমরা। ওকে চোট করে দিয়েছি, বেরোতে পারবে না। আমাকে তো চেনে না। আমি এক পায়ে যা শট মারতে পারি না, ওদের এক শটে মাঠের বাইরে বের করে দেব। ওরা আমাকে চেনে না। আমি লড়াই করা লোক। আমাকে অনেক মেরেছে। আমার মাথা দিয়ে গুলি বেরিয়ে গিয়েছে।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘বিজেপি থেকে সাবধান’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘আজ অসমের ম্যানিফেস্টো, ত্রিপুরার ম্যানিফেস্টো নিয়ে আসুন। শিক্ষক ছাঁটাই। বিজেপি থেকে সাবধান। স্টেনগান থেকে সাবধান। দানব থেকে সাবধান। দৈত্য থেকে সাবধান।  দুর্যোধন থেকে সাবধান। দুঃশাসন থেকে সাবধান।’

CM Mamata Purulia Speech LIVE ‘ব্যাঙ্ক বিমা, বিএসএনএল বিক্রি করছে, কারখানা বন্ধ করে দিচ্ছে’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘আজ গ্যাসের দাম কত? ৯০০ টাকা। নরেন্দ্র মোদি সব খেয়ে নিয়েছে। ভোটের আগে দাম কমিয়ে আবার বাড়িয়ে দেবে। আমরা যদি বিনা পয়সায় চাল দিতে পারি, তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। কেরোসিন কমিয়ে দিয়েছে। ব্যাঙ্ক, বিক্রি, বিমা বিক্রি, বিএসএনএল বিক্রি করছে। সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুরু মোদির মিথ্যে কথা বলার কারখানা চালু থাকবে।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘৫০ শতাংশ বেকারত্ব কমিয়েছি, আরও ৫০ শতাংশ কমাব’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘৫০ শতাংশ বেকারি কমিয়েছি। আরও ৫০ শতাংশ কমাব। দারিদ্র কমিয়েছি। ৫ শতাংশে নামিয়ে আনব। স্বাস্থ্যসাথী অবশ্যই করাবেন। বছরে চিকিতসার জন্য ৫ লক্ষ টাকা পাবেন। বাবা-মায়েরও চিকিতসা করাতে পারবেন।’

CM Mamata Purulia Speech LIVE ‘আমরা ডবল টিচার রিক্রুট করব,যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘আমরা ডবল টিচার রিক্রুট করব। যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়। ১০০ দিনের কাজ বাড়াব। ৭৫ শতাংশ ইউনিট যারা নেন তাদের বিদ্যুতের দাম দিতে হবে না। আমরা সুলভে বিদ্যুৎ দেব।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বাবা -মায়ের কাছে টাকা চাইতে হবে না’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘মেয়েদের হাতখরচা মাসে ১ হাজার টাকা। জেনারেল কাস্ট ৫০০ টাকা করে পাবে। কৃষক বন্ধুরা যারা ৬ হাজার টাকা করে এখন পান, ১০ হাজার টাকা পাবেন আমাদের সরকার আসলে। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বাবা -মায়ের কাছে চাইতে হবে না। ৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব। আমরা স্টেট গভর্নমেন্ট জামিনদার।’

CM Mamata Purulia Speech LIVE ‘কন্যাশ্রী, খাদ্যসাথী করেছি, বিনা পয়সায় সাইকেল, স্মার্টফোন দিয়েছি, আমাকে ভোট দিতেই হবে বন্ধু’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘কন্যাশ্রী করেছি। ওরা বেটি বাঁচাওতে এক পয়সাও দেয়নি। বিনা পয়সায় সাইকেল। বারো ক্লাসে উঠলে ১০ হাজার টাকার স্মার্টফোন। কৃষকদের বছরে ৬ হাজার টাকা। ২৫ লক্ষ কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারে করেছি। মা বোনেরা খাদ্যসাথীতে রেশন পাচ্ছেন। আগামীতে বাড়িতে বাড়িতে বিনা পয়সায় দুয়ারে দুয়ারে রেশন দিয়ে আসবে। তাহলে আমাকে জোড়া ফুলে ভোট দিতেই হবে বন্ধু।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘আজ আমি এসেছি কেন জানেন? ওরা আমার পা ভেঙে দিয়েছে’, পুরুলিয়ায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘আজ আমি এসেছি কেন জানেন? ওরা আমার পা ভেঙে দিয়েছে। ওরা জানে না ভাঙলেও মচকায় না। আমাকে এভাবে আটকাতে পারবে না। মা বোনেদের দুটো পা দিয়ে আমি চলব।’

CM Mamata Purulia Speech LIVE ‘আগে মা বোনেদের মুখগুলো শুকিয়ে থাকত, এখন শান্তিতে থাকে’, পুরুলিয়ার পারায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘আগে পুরুলিয়া এলে দেখতাম মা বোনেদের মুখগুলো শুকিয়ে গেছে। মাওবাদীদের ভয়ে। আজ সেই পুরুলিয়ায় মাঝি বাগদি, বাউরিরা শান্তিতে আছে। মাহাতরা, মাহেশরা, লেঠরা শান্তিতে আছে।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘শুকনো জমিতে ৫৮ হাজার কোটি টাকায় জল প্রকল্প’, পুরুলিয়ার পারায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘পুরুলিয়ায় অনেক শুকনো জমি। খরা জমি। চাষ হয় না। জল নেই। সেচ হয়না। তাই আমরা ২৫ হাজার হেক্টর জমি বিক্রি করেছি। যেগুলোতে কোনও দিন চাষ হত না। সেই জমিতে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে জল স্বপ্ন প্রকল্প করছি।’

CM Mamata Purulia Speech LIVE ‘একদিকে শিল্পনগরী। অন্যদিকে কর্মসংস্থান’, পুরুলিয়ার পারায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘নেতুড়িয়া, অযোধ্যায় ৩ হাজার অধিবাসী জল পাবেন। পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে জল পৌঁছে দেব। একদিকে শিল্পনগরী। অন্যদিকে কর্মসংস্থান।’

Mamata Banerjee Purulia Rally LIVE ‘১৯ শতাংশ লোক জল পেতেন, এখন ১৯টি জলপ্রকল্প হয়েছে’, পুরুলিয়ার পারায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘পারা রঘুনাথপুর অঞ্চলে জলের সমস্যা ছিল দীর্ঘদিনের। তিনটি পানীয় জলপ্রকল্প হয়েছে। বসানা হয়েছে ৩৩ হাজার টিউবওয়েল। আনমরা যখন ক্ষমতায় আসি তখন মাত্র ১৯ শতাংশ লোক জল পেতেন। এখন ১৯টি জলপ্রকল্প হয়েছে। জাইকাল জলপ্রকল্প জাপান সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিবদ্ধ হয়ে কাজ। জাপান কাজে দেরি করেছে।’

CM Mamata Purulia Speech LIVE ‘পুরুলিয়ার জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ, লক্ষ লক্ষ কর্মসংস্থান’, পুরুলিয়ার পারায় মমতা

আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘পুরুলিয়ার জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ। লক্ষ লক্ষ ছেলের কর্মসংস্থান। রঘুনাথপুর শিল্পে বিনিয়োগ। পারা, রঘুনাথপুর জুড়ে শিল্পনগরীতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ। লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে।’

Mamata Banerjee Purulia Rally LIVE প্রথমে পারা অঞ্চলে বক্তব্য রাখছেন মমতা

প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূলনেত্রী

প্রেক্ষাপট

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূলনেত্রী। 


জঙ্গলমহলের বাকি জেলাগুলির মতো বাঁকুড়াতেও লোকসভা ভোটে চমকপ্রদ ফল করেছিল বিজেপি। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সামনে আসন ছিনিয়ে নেওয়ার লড়াই। 


গতকাল, বাঁকুড়ায় ভোট প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করেন তিনি। 


দুই মেদিনীপুরে নির্বাচনী কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেশপুর, চন্দ্রকোণার জনসভার পাশাপাশি আজ কাঁথির অধিকারী-গড়ে রোড শো করবেন অভিষেক। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.