Mamata Banerjee Rally LIVE: ‘একজন ১০টি পদ পেয়েছে, এখন বাঁচতে বিজেপিতে গেছে’, নন্দীগ্রামে মমতা

CM Mamata Nandigram Speech LIVE ১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Mar 2021 01:39 PM

প্রেক্ষাপট

১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো ও তিনটি জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে...More

Mamata Banerjee Nandigram Rally LIVE ‘বিজেপিকে ভোট দিলে দেশ ছাড়া, তৃণমূলকে দিলে দুয়ারে রেশন’, নন্দীগ্রামে মমতা

ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় জনসভা রয়েছে বয়াল ও আমদাবাদে। ঠাকুরচকে তিনি বলেন, ‘বিজেপিকে ভোট দিলে আপনাকে দেশ ছাড়া হতে হবে, বাইরের গুন্ডারা দখল করবে, আর তৃণমূলকে ভোট দিলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে।’