Mamata Banerjee Rally LIVE: বানতলাতে দু থেকে আড়াই লক্ষ চাকরি হবে, প্রতিশ্রুতি মমতার
হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী
ফুরফুরা শরিফকে সম্মান করি। এই একটা অপদার্থ বেরিয়েছে। কিছু কিছু গদ্দার, মীরাজফর তো থাকে। আক্রমণ মমতার।
বিজেপির দুটো বন্ধু। সিপিএম, কংগ্রেস। আরেকটা জুটেছে। সংখ্যালঘুর ভোট কাটতে এসেছে। টাকা নিয়ে বিজেপি হয়েছিস? তোপ মমতার। এরা কাল কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। ওরা ভোট পাওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।
সারা দিল্লিতে বলে বেরিয়েছে ওরা না কি এখানে ২৯৪ এর মধ্যে ৪৯৪ আসন পাবে। বিজেপিকে কটাক্ষ মমতার।
বানতলাতে ২.৫ লক্ষ চাকরি হয়েছে। আরও ২.৫ লক্ষ চাকরি হবে। বললেন মমতা।
প্রত্যেকটা বাড়িতে আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেব। প্রতিশ্রুতি মমতার।
ভাঙড়ে ইচ্ছা আছে হাসপাতাল করার। রেজাউল করিমকে এই দায়িত্ব দেব। বললেন মমতা।
রেজ্জাক মোল্লা বলেছিলেন তিনি দাঁড়াতে চান না। তাই ভাবনা চিন্তা করে প্রার্থী করা হয়েছে রেজাউল করিমকে।
লুচি যত ফুলবে বিজেপি তত জ্বলবে। কটাক্ষ মমতার।
উত্তরপাড়ায় ১৬ হাজার কোটি টাকা দিয়ে জল প্রকল্প করা হয়েছে। জানালেন মমতা।
মা বোনেদের ৫০০ থেকে ১০০ টাকা হাত খরচ। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে কেউ বিধবা হলে পেনশন দেব। জনসভা থেকে মমতা।
এরা বলছে বাংলাকে গুজরাত করবে। হতে দেব না। ইঞ্চি ইঞ্চিতে লড়াই করব। উত্তরপাড়ায় জনসভা থেকে বললেন মমতা।
রেল, কোল বিক্রি করে দিচ্ছে। আর ভোটের আগে ধমকানো চমকানো। এসব চলবে না। হুঁশিয়ারি মমতার।
সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করছি। বললেন মমতা।
আপানারা আগে যাকে ভোট দিয়েছিলেন তিনি চলে গিয়েছিলেন। বলুন বাঁচা গেছে। দেখে দেখে প্রার্থী দিয়েছি, যাতে বিজেপি কিনতে না পারে। কোন্নগরের সভা থেকে বললেন মমতা।
বাংলা বাংলা চালাবে। বহিরাগত, গুজরাত বাংলা চালাবে না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুশো-পাঁচশো টাকা দিচ্ছে এখন ভোটের আগে, বলুন ক্যাশ চাই না গ্যাস দাও। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি, আঘাত করলে প্রত্যাঘাত করি। হুঁশিয়ারি মমতার।
আগামীদিন ইংরাজি মিডিয়াম স্কুল করব, ডবল ডবল শিক্ষক থাকবে, বললেন মমতা।
দিদি থাকলে সব চলবে না হলে বন্ধ করে দেবে, কখনও মানুষে মানুষে ভেদাভেদ করতে দিইনি। ভুলে যান কে কোথায় প্রার্থী, মনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইলে জেতাতে হবে। চণ্ডীতলার সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার। বললেন মমতা। বিজেপির টাকা নিয়ে একটা গদ্দার বেরিয়েছে ফুরফুরা শরিফ থেকে। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইদানিং একটা ছেলে সংখ্যলঘু ভোট কাটার চেষ্টা করছে। সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। নাম না করে আক্রমণ মমতার।
বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? কটাক্ষ মমতার
যদি কেউ মনে করেন দুর্বল। তাহলে এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে এজেন্ট নিয়ে প্রতিক্রিয়া মমতার।
গুজরাত বাংলা শাসন করবে না। হুঁশিয়ারি মমতার। জোড়া ফুলে ভোট দিন, পচা ফুলে দেবেন না। আর্জি মমতার।
ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে। প্রতিশ্রুতি মমতার।
বিনা পয়সায় গ্যাস দিতে হবে। দাবি মমতার
আমায় যত ভেঙাবে তত ওঁদের জিভ কাটবে। কটাক্ষ মমতার
গদ্দার, মীরজাফররা টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, আক্রমণ মমতার
বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো সারদার গলার লকেট,। লকেট হয়ে ঘুরে বেড়ায়। এদের বিরুদ্ধে কোনও কেস নেই, এরা এমপি হবে, এমএলএ হবে। চুঁচুড়ার সভা থেকে আক্রমণ মমতার।
কেন্দ্র কানেও শোনে না, চোখেও দেখে না, চুঁচুড়া সভা থেকে কটাক্ষ মমতার।
হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী।
প্রেক্ষাপট
আজও রাজ্যে জমজমাট প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে দুই জেলায়। হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। আগামী শনিবার এই ৪ কেন্দ্রেই ভোট আছে। তার আগে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -