Mamata Banerjee Rally LIVE: বানতলাতে দু থেকে আড়াই লক্ষ চাকরি হবে, প্রতিশ্রুতি মমতার

হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Apr 2021 11:51 AM

প্রেক্ষাপট

আজও রাজ্যে জমজমাট প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে দুই জেলায়। হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। আগামী শনিবার...More

Mamata Banerjee Rally LIVE: ফুরফুরা শরিফকে সম্মান করি, এই একটা অপদার্থ বেরিয়েছে, আক্রমণ মমতার

ফুরফুরা শরিফকে সম্মান করি। এই একটা অপদার্থ বেরিয়েছে। কিছু কিছু গদ্দার, মীরাজফর তো থাকে। আক্রমণ মমতার।