CM Mamata Rally LIVE: ‘মনের জোরে বাংলা জয় করতে বেরিয়েছি’, সোনারপুরে মমতা

হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, ৩ জেলার ৫ বিধানসভা কেন্দ্রে জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Apr 2021 10:33 AM

প্রেক্ষাপট

আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। এরপর হুগলিরই পুরশুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার...More

Mamata Banerjee Rally LIVE ‘দুর্যোধন-দুঃশাসন-রাবণ বাংলায় এসেছে দখল করতে’, সোনারপুরে মমতা

সোনারপুরের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একদিকে কোটি কোটি টাকা, বিজেপির সব মন্ত্রী, যত দুর্যোধন-দুঃশাসন-রাবণ আছে তারা বাংলায় এসেছে বাংলা দখল করতে।’