CM Mamata Rally LIVE: ‘মনের জোরে বাংলা জয় করতে বেরিয়েছি’, সোনারপুরে মমতা

হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, ৩ জেলার ৫ বিধানসভা কেন্দ্রে জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর

Continues below advertisement

LIVE

Background

আজ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় পরপর পাঁচটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। এরপর হুগলিরই পুরশুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ও সোনারপুর দক্ষিণে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল চারটি জনসভা ও একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা ছিল তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement
15:55 PM (IST)  •  04 Apr 2021

Mamata Banerjee Rally LIVE ‘দুর্যোধন-দুঃশাসন-রাবণ বাংলায় এসেছে দখল করতে’, সোনারপুরে মমতা

সোনারপুরের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একদিকে কোটি কোটি টাকা, বিজেপির সব মন্ত্রী, যত দুর্যোধন-দুঃশাসন-রাবণ আছে তারা বাংলায় এসেছে বাংলা দখল করতে।’

15:54 PM (IST)  •  04 Apr 2021

CM Mamata Speech LIVE ‘মনের জোর বাংলা জয় করতে বেরিয়েছি’, সোনারপুরে মমতা

সোনারপুরের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩ দিন হাসপাতালে ছিলাম, বাদবাকি দিন ছুটি নিইনি। পায়ের চিকিৎসা করিয়ে মিটিং করছি। মনের জোর বাংলা জয় করতে বেরিয়েছি।’

13:42 PM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপি, আমতার সভা থেকে বিস্ফোরক মমতা

একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে। হিন্দু-মুসলমান বিজেপির তৈরি। আমতার সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। 

12:40 PM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: রাতে টহল দাও, মহিলারাও সজাগ থাকুন, বার্তা মমতার

রাতে টহল দাও, মহিলারাও সজাগ থাকুন। গদ্দাররা পুলিশের পোশাক কিনে এনে হুমকি দেওয়াচ্ছে। বললেন মমতা। 

12:35 PM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: গুজরাত বাংলা শাসন করবে না, পুরশুড়ায় বললেন মমতা

গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। পুরশুড়ায় বললেন মমতা। 

12:31 PM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: ৬ বছর দিল্লিতে থেকে কী করেছে? বিজেপিকে প্রশ্ন মমতার

৬ বছর দিল্লিতে থেকে কী করেছে? বিজেপিকে প্রশ্ন মমতার

11:37 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: ন্যাকা কান্না কাঁদলে হবে না, খানাকুলে বললেন মমতা

যতক্ষণ বাক্স সিল না হচ্ছে কেউ জায়গা ছাড়বেন না। সাহস না থাকলে তৃণমূলের এজেন্ট হবেন না। ন্যাকা কান্না কাঁদলে হবে না। খানাকুলে বললেন মমতা। 

11:35 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: বিজেপির কথায় পোলিং এজেন্টের নিয়ম শিথিল কমিশনের, বিস্ফোরক মমতা

বিজেপির কথায় পোলিং এজেন্টের নিয়ম শিথিল কমিশনের। বিস্ফোরক মমতা। 

11:34 AM (IST)  •  04 Apr 2021

আগে ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বোলো, আক্রমণ মমতার

আগে ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বোলো। বিজেপিকে আক্রমণ মমতার

11:32 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE:রোজ পুলিশ অফিসার বদল করছে কমিশনকে দিয়ে, তোপ মমতার

রোজ পুলিশ অফিসার বদল করছে কমিশনকে দিয়ে। আক্রমণ মমতার। 

11:30 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: বিজেপির কথা শুনে কেউ কেউ দালালি করছেন

বিজেপির কথা শুনে কেউ কেউ দালালি করছেন। 

11:28 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার নেই, মোদিকে আক্রমণ মমতার

আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই। মোদিকে আক্রমণ মমতার। 

11:27 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: বাংলার জন্য কী কাজ করেছেন? প্রশ্ন মমতার

নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ মিথ্যে কথা বলছেন। দিল্লিতে ৬ বছর আছেন। বাংলার জন্য কী কাজ করেছেন? প্রশ্ন মমতার। 

11:24 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: বন্যা রুখতে ৪০ কোটি টাকার মাস্টার প্ল্যান আরামবাগে, জানালেন মমতা

আরামবাগে ৪০ কোটি টাকার মাস্টার প্ল্যান তৈরি করছি। কাজ শুরু হয়ে গিয়েছে।জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

11:22 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব, খানাকুলে প্রতিশ্রুতি মমতার

আগামী কয়েকমাসের মধ্যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব। 

11:16 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: খানাকুল পৌঁছলেন মমতা

খানাকুল পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

10:50 AM (IST)  •  04 Apr 2021

CM Mamata Rally LIVE: হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে

হুগলির খানাকুল দিয়ে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হচ্ছে। 

Sponsored Links by Taboola