Mamata Banerjee Rally LIVE: বিজেপির কথা মতো কাজ করছে কমিশন, অভিযোগ মমতার

আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 31 Mar 2021 12:24 PM
Mamata Banerjee Rally: ‘বিজেপির মুখপাত্র হয়ে উঠেছে কমিশন’

 মমতা বলেছেন, ‘নির্বাচন কমিশন যেন বিজেপির মুখপাত্র হয়ে গেছে। বহিরাগত গুণ্ডারা আসতে পারছে কীভাবে? আগে নিয়ম ছিল, বুথ এজেন্ট স্থানীয় বুথের হতে হবে। কিন্তু বিজেপি দাবি করার পর সেই নিয়ম পাল্টে দেওয়া হয়। এখন অন্য বুথের লোকও আর এক বুথে বুথ এজেন্ট হতে পারবেন। এভাবে বিজেপির কথায় কাজ করছে কমিশন’।

Mamata Banerjee Rally LIVE:'মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে'

মমতা বলেছেন, বিজেপি যা বলবে শুনতে হবে? নিরপেক্ষ ভূমিকা পালন করুন নির্বাচন কমিশন।মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে।

Mamata Banerjee Rally:'শুভেন্দু অধিকারীকে আক্রমণ মমতার'

দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছি। ভোট বলে চুপ করে আছি, না হলে দেখে নিতাম, শুভেন্দু অধিকারীকে আক্রমণ মমতার।

Mamata Banerjee Rally:'দিল্লি থেকে এক হাজার ন্যাতা নিয়ে এসেছে'

মমতা বলেছেন, 'একা মহিলার সঙ্গে লড়তে পারে না, দিল্লি থেকে এক হাজার ন্যাতা নিয়ে এসেছে'। 

Mamata Banerjee Rally LIVE: 'পাঁচলার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার'

পাঁচলার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার। বললেন,  ছাত্রছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকা ক্রেডিড কার্ডের ব্যবস্থা করা হবে। ৪ শতাংশ ঋণে এই কার্ডের গ্যারান্টার হবে সরকার।

Mamata Banerjee Rally: 'বয়স্ক মাস্টার মশাইকে পর্যন্ত প্রার্থী করতে হয়েছে ওদের'

মমতা বলেছেন, বিজেপির কী অবস্থা। প্রার্থী পাচ্ছে না। বয়স্ক মাস্টার মশাইকে পর্যন্ত প্রার্থী করতে হয়েছে ওদের।  সাংসদ থেকে বিধায়ক হওয়ার জন্য ভোটে লড়তে হচ্ছে লকেটকে।

Mamata Banerjee Rally LIVE: 'বিজেপির প্রার্থীরা তো সব ধার করা'

মমতা বলেছেন, বিজেপির প্রার্থীরা তো সব ধার করা। হয় সিপিএমের হার্মাদ, নাহলে আমাদের কয়েকটা গদ্দাররা। পুরানো বিজেপিরা কেঁদে কেঁদে মরছে। বেইমান, গদ্দারদের নিয়ে সরকার গড়বে বিজেপি! ধার চাহিয়া আর লজ্জা দেবেন না।

Mamata Banerjee Rally:'নন্দীগ্রামে গুণ্ডা ঢুকিয়েছে বিজেপি'

মমতার অভিযোগ, নন্দীগ্রামে গুণ্ডা ঢুকিয়েছে বিজেপি। ওড়িশা থেকে প্রচুর লোককে এনেছে।

Mamata Banerjee Rally LIVE: 'সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে উঠবে'

মমতা বলেছেন,  আগামী দিনে সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে উঠবে। আগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। তারপর এখানে বড় শিল্প হবে।

Mamata Singur Rally: 'জমি আন্দোলনের বিরোধীরা এখন বিজেপিতে'

মমতার দাবি, সিঙ্গুরের আন্দোলনের বিরোধীরা এখন বিজেপির পতাকার তলায় সামিল হয়ে গিয়েছে।

Mamata Banerjee Rally: 'সিঙ্গুরের  জমিকে চাষযোগ্য করার জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয়'

 


মমতা বলেছেন, ‘১৫০০ কোটি টাকা খরচ করেছি, সিঙ্গুরের  জমিকে চাষযোগ্য করার জন্য। সিঙ্গুর আন্দোলন এখন পাঠক্রমেও উঠেছে’।

Mamata Singur Rally: 'সিঙ্গুরে কৃষিভিত্তিক শিল্প হবে'

মমতা বলেছেন, তৃণমূল সরকারে এসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছি। ১১ একর জমি সিঙ্গুরে রেখেছি। সেখানে কৃষিভিত্তিক শিল্প হবে। অনেকের কর্মসংস্থান হবে। সিঙ্গুরে বারুইপাড়া পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে। বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে।

Mamata Banerjee Rally: 'বেচারামকে জেতাতে সাহায্য করুন'

মমতা বলেছেন,মাস্টার মশাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন। এবারের নির্বাচনে বেচারামকে জেতাতে সাহায্য করুন।

Mamata Banerjee Rally LIVE:‘মাস্টারমশাই কীভাবে বিজেপির টিকিটে  দাঁড়ান!

মমতা বলেছেন, ‘মাস্টারমশাই কীভাবে বিজেপির টিকিটে  দাঁড়ান! আমি অবাক হয়ে গিয়েছে। আমি বুঝিয়ে বলেছিলাম। আপনি বয়ঃজেষ্ঠ্য। পরামর্শদাতা কমিটির সদস্য হয়ে দলকে পরামর্শ দিন’।

Mamata Banerjee Rally: অধিগ্রহণ বিরোধী আন্দোলনের প্রসঙ্গ মমতার ভাষণে

সিঙ্গুরের সভায় ভাষণ করে এখানকার জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানকার সাধারণ মানুষ তাঁর আন্দোলনের সাহায্যে এগিয়ে এসেছিলেন।

Mamata Singur Rally: আমায় গোঘাটে জলটুকুও দিতে দিত না সিপিএম’

মমতা বলেছেন, ‘আমি না থাকলে গোঘাট, কোতুলপুর, আরামবাগ বাঁচত না। আমায় গোঘাটে জলটুকুও দিতে দিত না সিপিএম’

Mamata Banerjee Rally LIVE: 'বিজেপি বাংলা চেনেই না'

 মমতা বলেছেন,   বিজেপি বাংলা চেনেই না। সিপিএমের হার্মাদরা বিজেপিতে গেছে। বিজেপির নিজেদের কিছু নেই। সিপিএমের ক্যাডারদের বিধানসভার টিকিট দিয়েছে।’

Mamata Singur Rally: 'রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে'

৩ হজার কোটি টাকা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে।  দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত হবে। মেচেদা দাসপুর হয়ে জয়রামবাটি-কামারপুকুর হয়ে বর্ধমান, বীরভূম হয়ে যাবে তরাই-ডুয়ার্স হয়ে শিলিগুড়ি। সেখান থেকে বাংলাদেশ-নেপালের সঙ্গে যুক্ত হবে। 

Mamata Banerjee Rally: বিজেপিকে নিশানা

মমতা বলেছেন, বাম আমলের হার্মাদরা এখন বিজেপি হয়েছে।

Mamata Singur Rally: 'বন্যা প্রতিরোধে আরামবাগে মাস্টার প্ল্যান'

মমতা বলেছেন, বন্যা প্রতিরোধে আরামবাগে মাস্টার প্ল্যান তৈরি করা হবে।বন্যায় কষ্ট করতে হবে না।জলস্বপ্ন প্রকল্পে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।আগামী ৩-৪ বছরের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।মুণ্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। সড়ক পথ তৈরির পরিকল্পানও রয়েছে।  

Mamata Banerjee Rally LIVE:'গোঘাট পর্যন্ত রেল আমার তৈরি'

 মমতা বলেছেন,  গোঘাট পর্যন্ত রেল এসে গেছে। এটা আমার তৈরি করা।বিজেপি, সিপিএম করেনি। ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে।

Mamata Banerjee Rally: আজ উন্নয়নই উন্নয়ন

মমতা বলেছেন, সেই অতীত ফেলে আজ উন্নয়নই উন্নয়ন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করা চলবে না।মানুষের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের সঙ্গে যাঁরা থাকবে না, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক নেই ।

Mamata Singur Rally: 'সুড়ঙ্গ দিয়ে বডি পাচার হত'

কামারপুকুরের জনসভায় পূর্বতন বাম সরকারকে আক্রমণ মমতার। বললেন,   গোঘাট থেকে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গ দিয়ে বডি পাচার হত। আমার কাছে এক বৃদ্ধা মা বলেছিলেন,  আমায় একটা বন্দুক দিবি? আমার ছেলেকে যারা খুন করেছে, তাদের মারব।

Mamata Banerjee Rally LIVE: কামারপুকুরে জনসভায় মমতা

কামারপুকুরে জনসভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee Rally: ‘বহিরাগত গুন্ডারা নন্দীগ্রামে হুমকি দিচ্ছে '

তিন জনসভায় অংশ নিতে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোটের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বহিরাগত গুন্ডারা নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে।গতকাল রাত থেকে চলছে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে দল।’
তিনি বলেছেন, ‘আশা করি নন্দীগ্রামে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন।’

প্রেক্ষাপট

 কলকাতা:  আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।


 


আজ উত্তরবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোচবিহারের সিতাইয়ে জনসভা। দ্বিতীয় সভাটি রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। এরপর কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.