Mamata Banerjee Rally LIVE: ‘পিএম কেয়ার্সের নামে টাকা তুললেও কেউ টাকা পায়নি’, বিজেপিকে নিশানা মমতার

ভোটের মুখে গতকাল চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেইসঙ্গে নজিরবিহীন পুরস্কারের ঘোষণা।একের পর এক নির্বাচনী প্রচারসভা থেকে কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।কিন্তু, বুধবার বাঁকুড়ার ওন্দার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তা পুরনো সব চাঞ্চল্যকর অভিযোগকে পেছনে ফেলে দিয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Mar 2021 10:45 AM
'বহিরাগত গুণ্ডাদের সঙ্গে কোনও সমঝোতা নয়'

মেদিনীপুরের সভায় মমতা বললেন,বাংলার মতো সুলভে বিদ্যুৎ কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন তিনি।


মমতা বলেছেন, বহিরাগত গুণ্ডাদের সঙ্গে কোনও সমঝোতা নয়।


ইভিএম মেশিন সম্পর্কে সতর্ক থাকতে বললেন তৃণমূল নেত্রী।  

Mamata Banerjee Rally LIVE: মেদিনীপুর শহরে সভা মমতা

মেদিনীপুর শহরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee Rally: অঙ্গীকারের উল্লেখ

দুয়ারে রেশন পৌঁছে দেওয়া, মহিলাদের হাত খরচ দেওয়ার মতো তৃণমূলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিও মমতা উল্লেখ করেছেন তাঁর ভাষণে। 

Mamata Banerjee Rally LIVE: দাঁতনের সভায় মমতা

মমতা দাঁতনের সভায় বলেছেন, তৃণমূলের আমলে ৪০ শতাংশ বেকারি কমেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। অনেক রাস্তা ও ব্রিজ তৈরি হয়েছে।

Mamata Banerjee Rally: বিজেপিকে নিশানা মমতার

সাগর বিধানসভার গঙ্গাসাগর মেলার মাঠের জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। সভায় তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য তুলে ধরে বিজেপিকে নিশানা করেছেন তিনি।

Mamata Banerjee Rally LIVE: বিজেপিকে বাইরে থেকে গুন্ডা আনাচ্ছে

মমতা বলেছেন, ‘অন্যায় করলে থাপ্পড় দেবেন। এই নির্বাচন দিল্লির নয় বাংলা। বাংলায় যে উত্তরপ্রদেশের লোকেরা থাকে, তাঁদের বহিরাগত বলি না।


বিজেপিকে বাইরে থেকে গুন্ডা আনাচ্ছে। এবার পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড। পড়াশোনার খরচের জন্য ক্রেডিট কার্ড থেকেই খরচা করবে। বিদেশে পড়াশানো করে বাংলায় ফিরে আসবে পড়ুয়ারা।ক্ষুদ্র শিল্পে আরও ১ কোটি ৩২ লক্ষ কর্মসংস্থান হবে। বছরে দুবার করে চারমাস দুয়ারে সরকার হবে।’

Mamata Banerjee Rally: 'বলবেন খরচের টাকা দাও, তোমায় খরচা করে দেব'

মমতা বলেছেন,   ‘সিপিএম, কংগ্রেস মানেই বিজেপি। যে সংখ্যালঘু বলছে সে বিজেপির থেকে প্রচুর টাকা নিয়েছে। কেউ টাকা দিলে বলবেন এতো আমার ট্যাক্সের টাকা। বলবেন খরচের টাকা দাও, তোমায় খরচা করে দেব। আমার তো একটা পায়ে চোট। মা-বোনেরা দুটো পা দিয়ে আমাকে এগিয়ে দেবে। ভাঙা পায়েই যা খেলব না, বিজেপিকে বোল্ড আউট করে দেব।’

Mamata Banerjee Rally LIVE:'২১ লক্ষ বাড়ি তৈরির জন্য ২০০০ কোটি টাকা দিয়েছে রাজ্য'

 মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্গত মানুষের সাহার্যার্থ্যে কার্পণ্য করেনি তৃণমূল। আমফানের পরে ১০০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এটা কার টাকা ? মাছের তেলে মাছ ভাজা। এক টাকাও দেয়নি। এত বড় দুর্যোগে একটা-দুটো ভুল তো হতেই পারে। আমফানের পর রাজ্য ৭০০০ কোটি টাকা দিয়েছে। ২১ লক্ষ বাড়ি তৈরির জন্য ২০০০ কোটি টাকা দিয়েছে রাজ্য। ‘পিএম কেয়ার্সের নামে টাকা তুললেও কেউ টাকা পায়নি।’

Mamata Banerjee Rally LIVE: পাথরপ্রতিমায় জনসভায় মমতা

পাথরপ্রতিমায় জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাাধ্যায়। আমফান-পরবর্তী পরিস্থিতিতে ত্রাণের অর্থ বরাদ্দে কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচনের প্রচার পর্ব শেষ হচ্ছে। আজ চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে এই সভা। দ্বিতীয় জনসভা সাগর বিধানসভার গঙ্গাসাগর মেলার মাঠে।


মুখ্যমন্ত্রীর তৃতীয় প্রচার সভা পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে। তালদা রতনচক অঞ্চলে এই সভা। তৃণমূল নেত্রীর চতুর্থ জনসভা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। বিড়লা মাঠে এই সভা।


ভোটের মুখে গতকাল চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেইসঙ্গে নজিরবিহীন পুরস্কারের ঘোষণা।একের পর এক নির্বাচনী প্রচারসভা থেকে কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।কিন্তু, বুধবার বাঁকুড়ার ওন্দার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তা পুরনো সব চাঞ্চল্যকর অভিযোগকে পেছনে ফেলে দিয়েছে। তাঁর অভিযোগ, ভারত সরকারের স্টিকার লাগিয়ে টাকা বিলি করা হচ্ছে।ভোটের মুখে চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতেনাতে ধরতে পারলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মমতার। তিনি বলেছেন, ‘ভোটের আগে রাজ্য পুলিশ কমিশনের অধীনে থাকলে কেন্দ্রীয় পুলিশ কেন থাকবে না। এদের দিয়ে এলাকায় এলাকায় টাকা বিলি করাচ্ছে। কেন নাকা চেকিং হচ্ছে না? ‘  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.