লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। রাজ্যপালের বিরুদ্ধে দুবার শ্লীলতাহানির অভিযোগ করলেন   রাজভবনেরই এক কর্মী। ২০১৯ থেকে রাজভবনে কর্মরত ওই মহিলা।  রাজভবনে দু'মাসে, দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অন্য়দিকে, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বিবৃতি জারি করে জানিয়েছেন, সাজানো গল্পের সামনে মাথা নত করব না। বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই থামাতে যাবে না।


এই ঘটনার পরই তৃমমূল শিবির থেকে কড়া সমালোচনা এসেছে। রাজ্যপালকে নিশানা করে বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সায়নী ঘোষ, লাভলি মৈত্র প্রমুখ। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বঙ্গে ভোটপ্রচারে এসে বৃহস্পতিবার রাজভবনেই ছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন এমন চাঞ্চল্যকর অভিযোগে সারা বাংলা তোলপাড় হয়ে যায়। এই ঘটনার উল্লেখ করে এবার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন রায়নার সভা থেকে। 


একদিকে যখন বিজেপি সন্দেশখালির নারীদের সম্মানহানি ও নির্যাতনের অভিযোগে সরব হচ্ছে, তখনই রাজ্যপালের প্রসঙ্গ তুলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। রায়নায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন ...রাজভবনের কর্মীর সঙ্গে কী করেছেন রাজ্যপাল? রাজভবনের কর্মীকে দু'বার শ্লীলতাহানি করেছেন। আমার কাছে আরও অভিযোগ এসেছে। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি। যে রাজভবনে রাতে থেকে এলেন, সেখানেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছেন', এভাবেই মোদিকে পাল্টা আক্রমণ করলেন মমতা। 


রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে রেখে তীর্যক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী এসেছেন। তাঁর ভাষণও চলছে বাংলায়। তার সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন ছিল তাঁকে জিজ্ঞেস করার যে, খুব শ্রদ্ধায় আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি, খুব বিনম্রভাবে, যে, আপনি কাল রাত্রে কোথায় ছিলেন? কাল রাতে আপনি কলকাতায় যে এসেছেন, বাংলায় এসেছেন, কাল রাতে আপনার নিবাস কোথায় ছিল? কোন জায়গায় ছিল? '  


এদিকে শুক্রবার রাজভবন থেকেই রাজ্যে ৩ কেন্দ্রে ভোটের প্রচার করতে যান নরেন্দ্র মোদি। যদিও এই তিন জায়গার কোথাও থেকেই এই বিষয়ে একটা কথাও বলেননি মোদি। বরং তাঁর মুখে উঠে এসেছে শিক্ষা দুর্নীতি, সন্দেশখালি প্রসঙ্গ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে