Mamata Swearing In LIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 May 2021 01:29 PM
Mamata Swearing In LIVE: সন্ত্রাসের মোকাবিলা গণতান্ত্রিক উপায়ে করবে বিজেপি, বললেন শুভেন্দু

 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে শাসক দলের সন্ত্রাস চলছে। গণতান্ত্রিক পথে এর মোকাবিলা করব। বিধানসভার ভেতরে ও বাইরে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। 

Mamata Swearing In LIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

Mamata Swearing In LIVE: মুখ্যমন্ত্রীকে অভিনন্দন রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল বলেছেন, ভোট-পরবর্তী হিংসা মাথাচাড়া দিচ্ছে। রাজনীতির ঊর্ধ্বে উঠুন। 

Mamata Swearing In LIVE: মমতা বলেছেন, এখন করোনা নিয়ন্ত্রণই প্রধান কাজ

শপথ গ্রহণের পর মমতা বলেছেন, এখন করোনা নিয়ন্ত্রণই প্রধান কাজ। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অগ্রাধিকার। সাড়ে বারোটায় করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক।

Mamata Swearing In LIVE: মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছি, বললেন রাজ্যপাল

 মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছি, বললেন রাজ্যপাল।

Mamata Swearing In LIVE: মমতাকে ছোট বোন বলে সম্বোধন ধনকড়ের

মমতাকে ছোট বোন বলে সম্বোধন ধনকড়ের

Mamata Swearing In LIVE: শান্তি বজায় রাখুন, আইন ভাঙলে কড়া পদক্ষেপ বার্তা মুখ্যমন্ত্রীর

শান্তি বজায় রাখুন। আইন ভাঙলে কড়া পদক্ষেপ বার্তা মুখ্যমন্ত্রীর।প্রতিহিংসাপরায়ন আচরণ করবেন না, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর।


 

Mamata Swearing In LIVE: রাজভবনের থ্রোনহলে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজভবনের থ্রোনহলে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Mamata Swearing In LIVE: থ্রোনহলে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

রাজভবনের থ্রোনহলে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতাকে শপথবাক্য পাঠ করাবেন তিনি।

Mamata Swearing In LIVE: রাজভবনে উপস্থিত প্রশান্ত কিশোর

রাজভবনে উপস্থিত প্রশান্ত কিশোর। এলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। 

Mamata Swearing In LIVE: সৌজন্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজভবনে উপস্থিতদের সঙ্গে সৌজন্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের। র.য়ছেন সুব্রত বক্সি, দেব, অভিষেক বন্দ্যোপাধ্যয়। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।

Mamata Swearing In LIVE: রাজভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Swearing In LIVE: কালিঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা

কালিঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা। রওনা দিলেন রাজভবনের উদ্দেশে।

Mamata Swearing In LIVE: রাজভবনে পৌঁছে গিয়েছেন পার্থ,সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস

রাজভবনের থ্রোনরুমে পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়,  অরূপ বিশ্বাসের মতো তৃণমূল নেতারা।পৌঁছে গিয়েছেন শতাব্দী রায়ও।

Mamata Swearing In LIVE: রাজভবনের থ্রোনরুমে শপথ নেবেন মমতা

রাজভবনের থ্রোনরুমে শপথ নেবেন মমতা। সেখানে প্রস্তুতি চূড়ান্ত।

Mamata Swearing In LIVE: সেজে উঠেছে নবান্ন

শপথগ্রহণের পর আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজে উঠেছে নবান্ন।

Mamata Swearing In LIVE: ফ্লেক্স-ব্যানারে সেজে উঠেছে কালিঘাট চত্বর

সকাল ১০ টা নাগাদ শপথ গ্রহণ করতে বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি কালিঘাট চত্বর ফ্লেক্স-ব্যানার দিয়ে সেজে উঠেছে।

Mamata Banerjee Swearing In Live: বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে, তাই শপথ অনুষ্ঠানে যাব না, বললেন দিলীপ

ভোটের পর আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই কারণেই শপথ অনুষ্ঠানে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

Mamata Banerjee Swearing In Live: ২৯২-এর মধ্যে ২১৩ আসনে জয় তৃণমূলের

২১৩ আসন নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রেক্ষাপট

*কলকাতা: একদিকে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রি। অন্যদিকে বেসামাল করোনা পরিস্থিতি। এ দু’য়ের মাঝেই আজ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত। বুধবার একাই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


সূত্রের খবর, সকাল ১০টা ২৫-এ কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকূশলী প্রশান্ত কিশোর এবং ফিরহাদ হাকিম। সকাল ১০.৪৫ নাগাদ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আমন্ত্রিতদের তালিকাও যথেষ্ট সংক্ষিপ্ত। বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে।


আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।


আমন্ত্রণ করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকে।


এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে।


এছাড়াও থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।


মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরে রাজভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছে। তা সেরে সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অর্নার দেওয়া হবে।


তৃণমূল সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ২১ জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় উত্‍সব পালন করা হবে। সেখানে দেশের বিজেপি বিরোধী সব দলের নেতৃত্বকে আমন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.