দীপক ঘোষ , সুমন ঘড়াই, কলকাতা : সাম্প্রতিক অতীতে তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে একটি 'অবাঞ্ছিত' শব্দপ্রয়োগ করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেদিন সঙ্গে সঙ্গে শব্দপ্রয়োগের পরপরই তা প্রত্য়াহার করে নিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। তাতেও জলঘোলা বন্ধ হয়নি। তারপর সম্প্রতি চালসায় তিনি বলেন, 'সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম' ! তারপর ফের মেজাজ হারালেন মমতা। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের দিনই ফের মুখ্য়মন্ত্রীর মন্তব্য় ঘিরে বিতর্ক বাঁধে। সেই ভিডিও সরাসরি পোস্ট করে কড়া ভাষায় নিন্দা করে বঙ্গ বিজেপি। তৃণমূল প্রার্থীর প্রচারে, শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেই তাঁর মুখে আপত্তিজনক শব্দ শোনা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটি পোস্ট করে রাজ্য় বিজেপির তরফে এক্স হ্য়ান্ডলে লেখা হয়, 'একজন মহিলা মুখ্য়মন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য়! লজ্জা হওয়া উচিত।' মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' বলছে আমি ৭ টাকা বাড়িয়েছি। .. তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই।' এই কথা বলতে গিয়েই আপত্তিকর শব্দটি প্রয়োগ করে ফেলেন তিনি। আর তা নিয়েই আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'উনি সৃজনশীল, সৃষ্টিশীল। কবিতা লেখেন, গান লেখেন। হয়তো বাবা বলতে চেয়েছিলেন, মুখ ফসকে বেরিয়ে গেছে'
এর আগে মাথাভাঙাতেও মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ের একটি শব্দ নিয়ে এরকমই বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। সেদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুঃখিত, আমি শব্দটি প্রত্য়াহার করে নিচ্ছি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। এটা আমাদের কমন ভাষা। কিন্তু আমি প্রত্য়াহার করে নিচ্ছি'
তবে এরপরেই নির্বাচনী সভাগুলি করতে গিয়ে বারবার মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসায় তাঁর কনভয়ের সামনে চোর স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি।'
চড়ছে বাগযুদ্ধের পারদ আর দীর্ঘ হচ্ছে বিতর্কের তালিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।