লখনউ: যুবকদের পকোড়া ও চা বিক্রি করার পরামর্শ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। ট্যুইট করে তিনি বলেছেন, ‘দেশের ১৩০ কোটি মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকরা এবং বেকাররা এমন একটি সরকার চায় না যার চিন্তা-ভাবনাই ভুল। চাকরি দেওয়ার বদলে সরকার যুবকদের পকোড়া ও চা বিক্রি করতে বাধ্য করে এবং চৌকিদারি করায়। এই সরকারের নীতি জন-বিরোধী।’



অন্য একটি ট্যুইটে ভোটারদের উদ্দেশে মায়াবতী লেখেন, ‘ভোটদান আপনাদের অমূল্য সাংবিধানিক অধিকার। এর মাধ্যমে আপনারা পছন্দের সরকার তৈরি করতে পারেন। সেই সরকার আপনাদের স্বার্থে কাজ করবে এবং আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি এনে দেবে।’