কলকাতা: ভোট শেষ হলেও অভিযোগের তালিকা শেষ হচ্ছে না। ভোট শেষের পরেও লুঠ শেষ হয়নি বলে অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদকের। ট্যুইট করে তৃণমূল এবং রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মহম্মদ সেলিম। 


কী অভিযোগ:
ট্যুইট করে তিনি দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতেনাতে ধরেছে মানুষ। তবে, কমিশনের কাছে কোনও জবাব নেই। রাজ্য নির্বাচন কমিশন শুধুমাত্র কালীঘাটের নির্দেশ পালন করছে বলেও আক্রমণ শানিয়েছেন মহম্মদ সেলিম।


 






বাক্স বদলের অভিযোগ:
ওন্দায় পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স বদলের অভিযোগ বিজেপির। বুথ থেকে স্ট্রং রুমে রাখার মধ্যেই ব্যালট বক্স বদলের অভিযোগ বিজেপির। 'স্ট্রং রুমে ব্যালট বক্স রাখার আগে ডাকা হয়নি সব রাজনৈতিক দলকে', অভিযোগ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ভিত্তিহীন অভিযোগ বিজেপির, দাবি তৃণমূলের। মালদার গাজোল ব্লকে ভোটে কারচুপির অভিযোগ। একটি বুথের ব্যালট বাক্সের খোঁজ মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদে দলীয় প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের সামনে ধর্নায় বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্য়দিকে, বহরমপুর থেকে দিনহাটা, স্ট্রং রুমের বাইরে দেখা গেল কড়া নিরাপত্তার ছবি। 


ভোটের দিন তুমুল ঝামেলার ছবি দেখা গিয়েছে রাজ্য জুড়ে। ব্যালট বাক্সের উপর ক্ষোভ নেমে এসেছে। কোথাও ব্যালট বাক্সের উপর জল ঢেলে দেওয়া হয়েছে। কোথাও আবার ব্য়ালট বাক্স তুলে দৌড় মেরেছেন কেউ। কোথাও আবার পুকুরে ছুড়ে ফেলা হয়েছে ব্য়ালট বাক্স। 


কোথায় কোথায় এমন ছবি দেখা গিয়েছে:
মাথাভাঙা: ব্যালট বক্স নিয়ে দৌড়
আরামবাগ: পুকুরে ব্যালট বক্স
জ্যাংড়া-হাতিয়াড়া: পুকুরে ব্যালট বক্স
ময়ূরেশ্বর: ব্যালট বক্স ছিনতাই
দিনহাটা: ব্যালট বক্সে জল
লালগোলা: ব্যালট বক্সে জল


যখন ভোটের দিনই এমন ঘটনা ঘটেছে তখন ভোটের পরেও কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা। কোথাও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কোথাও আবার তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্স নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। সিপিএম থেকে কংগ্রেস বা বিজেপি- সব বিরোধীর গলাতেই এক সুর। 


 আরও পড়ুন: এক মাসে মাল্টিব্যাগার ! এই ৫টি আইপিওতে বিনিয়োগ করে কোটিপতি ইনভেস্টাররা