সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, কলকাতা: মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন তদন্তযোগ্য অপরাধ। দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে তদন্ত জরুরি। ইন্টারপোলের সাহায্য় চাইলে সহযোগিতা করতে পারে সিবিআই। হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী। তবে আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা কী হবে, তা পরবর্তী সময়ে নির্দেশ দিয়ে জানানো হবে। 


মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন! তৃণমূল প্রার্থীর মনোনয়ন আগেই বাতিল হয়েছে। এ বার দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। 
শুধু তাই নয়, মিনাখাঁ ব্লকের মনোনয়ন পর্বের যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার, কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আদালতে অভিযোগ না এলে কী হত? তাহলে তো সৌদি আরব থেকেই মনোনয়ন বৈধ হয়ে গণ্য় হয়ে যেত। 


রাজ্য় নির্বাচন কমিশন কী করত তখন? দেশের মধ্যে এমন ঘটনা আর কত লুকিয়ে আছে কে জানে! আদালত এটা নিয়ে চিন্তিত! সম্প্রতি সিপিএম অভিযোগ করে, ভারত থেকে প্রায় ৫ হাজার ৬০০ কিলোমিটার দূরে, সুদূর সৌদি আরবে বসে মনোনয়ন পেশ করেছেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। সিপিএমের অভিযোগ ছিল, মোহারুদ্দিনের পক্ষে কোনওভাবেই মনোনয়ন পেশ করা সম্ভব নয়, যদি না শাসক দলের সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও পঞ্চায়েত রিটার্নিং অফিসারের কোন যোগসাজশ থাকে।


তদন্তের নির্দেশ: ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মামলায় আগেই তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির মনোনয়ন বাতিল হয়েছে। এদিন আদালতে রাজ্য় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। অনুসন্ধান করে সত্য়তা খুঁজে বের করেছি। প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।


এর পর, কেন্দ্রের তরফে বলা হয়, রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্টে অভিযোগের সত্য়তা সামনে এসেছে। অপরাধ সংগঠিত হয়েছে।এর সঙ্গে দেশের বাইরের যোগ রয়েছে। ইন্টারপোলের সাহায্য চাইলে তা সিবিআই করতে পারে। আড়ালে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। তা খুঁজে বের করতে, তদন্ত জরুরি। এর পরই, বিচারপতি বলেন, সৌদি আরব থেকে মনোনয়নের ঘটনা, তদন্তযোগ্য অপরাধ। তদন্তকারী সংস্থা কী হবে, তা পরবর্তী সময়ে আদালত নির্দেশ দিয়ে জানাবে। কিন্তু এরকম ঘটনা আরও লুকিয়ে থাকলে সেখানে কী হবে? কমিশন কি পদক্ষেপ করতে পারবে? 


এর পরই, মিনাখাঁ ব্লকের মনোনয়ন পর্বে যাবতীয় নথি সংরক্ষণ ও দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশ দেন বিচারপতি।
মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই।