নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সেই আবহেই এল বিপদবাণী। ভারতের নির্বাচনে চিন বিঘ্ন ঘটাতে চাইছে বলে সতর্কবার্তা দিল সফ্টওয়্যার প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট। তারা জানিয়েছে, যন্ত্রমেধা ব্যবহার করে ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে চলেছে চিন (Microsoft Election Warning)। অতি সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এর পরীক্ষামূলক প্রয়োগও করে ফেলেছে চিন, দাবি মাইক্রোসফ্টের। ভারতের নির্বাচনেও চিন এবার প্রভাব ফেলতে চাইছে বলে অভিযোগ। (Lok Sabha Elections 2024)
গত মাসেই ভারত সফরে এসেছিলেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সামাজিক ক্ষেত্রে নারীদের উন্নয়নে, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে যন্ত্রমেধার ব্যবহারকে কোন উপায়ে উপযোগী করে তোলা যায়, সেই নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে। গেসটের সেই সফরের পরই মাইক্রোসফ্টের তরফে ভারতকে সতর্ক করা হল।
ইউরোপীয় ইউনিয়ন-সহ পৃথিবীর ৬৪টি দেশে এবছর নির্বাচন রয়েছে। এই ৬৪টি দেশের সামগ্রিক জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। সেই আবহেই ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের নির্বাচনে চিনের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কবার্তা পাঠাল মাইক্রোসফ্ট। মাইক্রোসফ্টের থ্রেট ইনটেলিজেন্স বিভাগ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মাইক্রোসফ্ট জানিয়েছে, চিনের সরকারি মদতপুষ্ট সাইবার গোষ্ঠী এবং উত্তর কোরিয়ার সাহায্য়প্রাপ্ত সংস্থাগুলি ২০২৪ সালের একাধিক নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। যন্ত্রমেধার ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় কিছু বিষয় ছড়িয়ে দিতে পারে চিন, যা নির্বাচনী মরশুমে প্রভাবিত করতে পারে মানুষের চিন্তাভাবনাকে। বিশেষ করে ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনের দিকে চিনের নজর বলে জানিয়েছে মাইক্রোসফ্ট।
যন্ত্রমেধার ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো থেকে ডিপফেক ভিডিও-র প্রচার, পাশাপাশি ইতিহাস বিকৃত করা হতে পারে বলেও দাবি করেছে মাইক্রোসফ্ট। নির্বাচনে নাম লেখানো প্রার্থীদের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তাঁদের অবস্থান নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হতে পারে বলে জানিয়েছে তারা। এতে ভোটদাতাদের কাছে ভুল তথ্য পৌঁছবে এবং তারা জেরে তাঁদের সিদ্ধান্তের উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা মাইক্রোসফ্টের।
আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভারতে। ফলাফল ঘোষণা ৪ জুন। এবার মোট সাতদফায় লোকসভা নির্বাচন দেশে। প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে ইতিমধ্যেই OpenAI সংস্থার প্রতিনিধিরা ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।