কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে লক্ষ্য করে ‘গুলি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2016 07:18 AM (IST)
কোচবিহার: কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নগেন রায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। অভিযোগের তির তৃণমূলের দিকে। আজ সকালে কারিশাল এলাকায় প্রচারে যান বাম প্রার্থী নগেন রায়। সঙ্গে ছিলেন ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সৌম্যদীপ সরকার। অভিযোগ, আচমকাই ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।