শিবাশিস মৌলিক, কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার আক্রমণের জবাব এবার কড়া ভাষায় দিলেন মিঠুন চট্টোপাধ্যায়। 'মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না,ও বাংলার আরেকজন বড় গদ্দার।'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। আর সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন মিঠুন। বললেন, ' রামায়ণে যেমন সীতা মা আছে, শূর্পণখাও আছে। আমিও আঘাত করব। সেই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই, তাহলে আপনি গদ্দারি' ।
তৃণমূলের প্রতিনিধি হিসেবে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর রাজ্যসভার পদ ছেড়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন সেভাবে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি তারকা অভিনেতাকে। কিন্তু, ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়, যখন বাংলায় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, তখনই ব্রিগেডে বিজেপিতে যোগ দেন মিঠুন। সেই প্রসঙ্গ টেনেও বিজেপির তারকা নেতাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেছিলেন, 'যারা দোআঁশলা, যাদের কোনও আদর্শ নেই, জীবনে যারা, জীবন-যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না।'
এই আবহেই বৃহস্পতিবার, এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ব্য়ক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্য়েই বলেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো। তাছাড়াও দেব প্রকাশ্যেই বলেন, তিনি রাজনীতিতে কুকথার ব্যবহার পছন্দ করেন না। 'গদ্দার'-এর মতো শব্দ চয়নও তিনি পছন্দ করেন না। যদিও দেবের এই সৌজন্যের সরাসরি বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তিনি সরাসরি বলেন, দেবের এই সৌজন্য করার কপিরাইটটা নেই।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। বলেন, 'যথেষ্ট হয়েছে, এবার আপনি আমায় গালাগালি দিলে, আমিও আপনাকে গালাগালি দেব। আপনি মেয়ে বলে ছাড় পাবেন না। রামায়ণে যেমন সীতা মা আছে, শূর্পণখাও আছে। আমিও আঘাত করব। সেই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই, তাহলে আপনি গদ্দারি।' সব মিলিয়ে 'গদ্দার' শব্দ নিয়ে বাংলার ভোট-ময়দানে আক্রমণ-প্রতি আক্রমণে পারদ চড়ছেই।
আরও পড়ুন :