বহরমপুর : কাউন্টডাউন কার্যত শুরু। কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে ফলাফল। কিন্তু, তার আগে আভাস মিলছে বিভিন্ন কেন্দ্রের ফলাফলের। সেই হিসাবে এখনও পর্যন্ত মুর্শিদাবাদতের তিন কেন্দ্রেই এগিয়ে বাম-কংগ্রেস জোট।


প্রত্যাশামতোই বহরমপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, মুর্শিদাবাদ আসন থেকে এগিয়ে আছেন মহম্মদ সেলিম এবং জঙ্গিপুরে লিড করছেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন। 


বহরমপুরের সমীকরণ-


২০২১ সালের বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Assembly Election) নিরিখে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ৬টিতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। একটি আসনে জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কংগ্রেসের ভাগ্যে শিকে ছেঁড়েনি। যদিও গত পাঁচ-পাঁচটি লোকসভা ভোটে অপরাজেয় অধীর। ১৯৯৯ থেকে টানা ৫ বার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসার পরে একদশক কেটে গেলেও বহরমপুরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহরমপুর থেকে নট আউট অধীরের উইকেট নিতে ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অলরাউন্ডার ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) মাঠে নামিয়েছে তৃণমূল। বহরমপুর লোকসভা কেন্দ্রের লড়াই এবার ত্রিমুখী। বহরমপুর বিজয়ে বিজেপির বাজি প্রবীণ চিকিৎসক নির্মল সাহা। 


মুর্শিদাবাদের সমীকরণ-


মুর্শিদাবাদে এবারের সিপিএম প্রার্থী যথেষ্ট হেভিওয়েট। রাজ্য সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) এখানে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আগেরবারের জয়ী সাংসদ আবু তাহের খান (Abu taher Khan)। জেলার রাজনীতিতে অন্যতম বড় নাম আবু তাহের। এই কেন্দ্রে এবারের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ। সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে এবার আলাদা প্রার্থী দিয়েছে ISF। সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। যার মধ্যে ছয়টি রয়েছে মুর্শিদাবাদ জেলায়- ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি। আর নদিয়া জেলায় থাকা করিমপুর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে।


২০২১ সালের বিধানসভা নির্বাচনের তথ্য অনুযায়ী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। মাত্র একটি- মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। বিধানসভার ভোটের ফল নিয়ে লোকসভাওয়ারি ভাবে সামগ্রিক ভাবে বিচার করলে ৫০ শতাংশেরও বেশি ভোট ছিল তৃণমূলের দখলে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।