বারাণসী : বারাণসী তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি। কাশীর বিশ্বনাথ ও কালভৈরবের প্রতি তাই তাঁর বিশ্বাস অটুট। এবারও কাশীর কোতওয়াল কালভৈরবের অনুমতি নিয়ে, গঙ্গায় ডুব দিয়ে মনোনয়ন পেশ করতে যাবেন নরেন্দ্র মোদি। এই নিয়ে তৃতীয়বার তিনি কালভৈরবের পুজো সেরে কাশীতে মনোনয়ন জমা করছেন। সোমবারই বারাণসীতে এক মেগা রোড শো করেছেন নরেন্দ্র মোদি। ১ জুন কাশীর মানুষ তাঁকে ফেরাবে না, আশা নরেন্দ্র মোদির।
মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দশাশ্বমেধ ঘাটে স্নান করে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। নরেন্দ্র মোদির মনোনয়নে উপস্থিত থাকবেন ১২ জন বিজেপি শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী, ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ-বিধায়ক ও এনডিএ জোটের নেতারা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে যানজটের আশঙ্কায় বিবৃতি দিয়ে বিমান যাত্রীদের সময় হাতে নিয়ে বেরনোর আবেদন জানানো হয়েছে। বারাণসী বিমানবন্দরে পৌঁছতে সময় লাগতে পারে অন্যদিনের থেকে বেশি, সে-বিষয় আগে থেকেই সতর্ক করা হয়েছে বিমান সংস্থা ভিস্তারার তরফে। মনোনয়ন পেশের আগে সোমবার বারাণসীতে রোড শো করেন নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদি আদিত্যনাথ। রোড শো ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
বারাণসী থেকে মনোনয়ন পেশের আগে নরেন্দ্র মোদি একটি ভিডিও পোস্ট করে বলেন, না আমি এখানে এসেছি, না আমাকে কেউ পাঠিয়েছে, আমায় তো মা গঙ্গা ডেকেছেন !
সেই সঙ্গে মোদি লেখেন এই বারাণসীর সঙ্গে তাঁর সম্পর্ক কতটা আত্মিক, অভিন্ন, অটুট।
আজকের কর্মসূচি :
- অসি ঘাটে পুজো দেবেন প্রধানমন্ত্রী মোদি।
- এরপর কাশীর কোতওয়াল কালভৈরবের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি।
- ১২ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশের সঙ্গী হবেন।
- সকাল ৭.৫৫ মিনিটে প্রধানমন্ত্রী অসি বা দশাশ্বমেধ ঘাটে যাবেন।
- পুজোর পর ৯.৫৫ মিনিটে মোদি গঙ্গার ঘাট থেকে একটি ছোট রোড শো করে কালভৈরব দর্শনে যাবেন।
- সকাল ১০.১৫ মিনিটে কাল ভৈরব মন্দির দর্শন করবেন।
- কালভৈরবে দর্শনের পরে, একটি মিনি রোড শো করার সময় মন্দাকিনী স্কোয়ার, লাহুরাবীর চক, নাদেসর চক হয়ে কালেক্টরেট ভবনে যাবেন।
- দুপুর ১২.২৫ মিনিটে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন : সঙ্কটের মেঘ কাটাবে জ্যৈষ্ঠ-মঙ্গলবারে এইভাবে বজরঙ্গবলীর আরাধনা