নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ( Loksabha Elections 2024 ) নির্ঘণ্ট প্রকাশের আগে 'আমার প্রিয় পরিবার...'কে খোলা চিঠি দিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। ১৪০ কোটির দেশবাসীকে জানালেন তাঁর আন্তরিক ধন্যবাদ। কিছুদিন আগে মোদির ( Narendra Modi ) পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মোদিও জবাবে বারবার জানিয়েছেন, আজ প্রত্যেক দেশবাসী নিজেকে মোদির পরিবার বলছে। তাই খোলা চিঠিতে দেশবাসীকে আমার প্রিয় পরিবার বলেই সম্বোধন করেন মোদি।                  


দেশবাসীর জন্য একটি খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার। সেই সব মানুষের সঙ্গেই জড়িয়ে তাঁর বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থন। তিনি লেখেন দেশের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ' আমি শব্দে বর্ণনা করতে পারব না।' 


 ১৪০ কোটি নাগরিকের সঙ্গে  তাঁর সম্পর্কে এক দশক পূর্ণ হচ্ছে।  গত ১০ বছর কেন্দ্রে সরকার পরিচালনা করেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। সেই  বিরাট কর্মযজ্ঞ সামলাতে গিয়ে যে যে উপলব্ধি হয়েছে তাঁর, তাই চিঠিতে তুলে ধরেছেন  মোদি। মোদির চিঠিতে আবেগের ছোঁয়া। তিনি লেখেন,'আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের সরকারের প্রতিটি সিদ্ধান্ত গরিব,কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনযাপনে পরিবর্তন আনার জন্য গ্রহণ করা হয়েছে। সরকার সবসময় সততার সঙ্গে সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ' 


মোদির খোলা চিঠিতে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি সরকারের কঠিন নীতির কথারও উল্লেখ করেছেন মোদি। তাছাড়া  মহিলা সংরক্ষণের বিষয়েও লিখেছেন মোদি। সেই সঙ্গে মানুষকে তিনি ধন্যবাদ জানান, আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা ‘জিএসটি’ চালু করতে পেরেছি। মোদির চিঠিতে উল্লেখ করা হয়েছে কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির প্রসঙ্গও। সেই সঙ্গে মোদি দেশবাসীকে ধন্যবাদ জানান বিশ্বাস ও সমর্থনের জন্য। 


 এছাড়াও খোলা চিঠিতে মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা ঘর করে দেওয়ার উল্লেখ করেন। এছাড়াও জনগণের জন্য বিদ্যুৎ, জল এবং গ্যাসের ব্যবস্থা করেছে মোদি সরকার। সে কথাও স্থান পেয়েছে মোদির চিঠি।  আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে মোদি সরকার। সে-প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে।  


আরও পড়ুন : 


রাম মন্দিরের উদ্বোধন BJPকে ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে? কী বলছে C voter সমীক্ষা?