Narendra Modi Live: বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো, ভাঙল ব্যারিকেড

Narendra Modi Kolkata Roadshow: স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি। পরে রাজভবনে যান প্রধানমন্ত্রী।

ABP Ananda Last Updated: 28 May 2024 11:16 PM
Narendra Modi News Live: ৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির

৪ জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা, হুঙ্কার মোদির।

Narendra Modi Live Updates: শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার

শেষ দফার ভোটের আগে কলকাতায় মোদির রোড শো। বাগবাজারে মায়ের বাড়িতে পুজো, শ্যামবাজারে নেতাজি-মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাপস-শীলভদ্রকে নিয়ে প্রচার।

Narendra Modi News Live: OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী

OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। 

Narendra Modi Live Updates: বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো, ভাঙল ব্যারিকেড

বিধান সরণিতে নরেন্দ্র মোদির রোড শো। ভাঙল ব্যারিকেড।

Narendra Modi News Live: যে কোনও প্রাকৃতিক দুর্যোগই মানবিক দিক থেকে দেখা উচিত, আমার ওঁরা করা ঠিক নয়: নরেন্দ্র মোদি 

যে কোনও প্রাকৃতিক দুর্যোগই মানবিক দিক থেকে দেখা উচিত, আমার ওঁরা করা ঠিক নয়: নরেন্দ্র মোদি 

Narendra Modi Live Updates: অভাব রয়েছে নেতৃত্বে, বাংলার উন্নতির জন্য কোন পথ বাতলালেন মোদি ?

অভাব রয়েছে নেতৃত্বে, বাংলার উন্নতির জন্য কোন পথ বাতলালেন মোদি ?

Narendra Modi News Live: আমার জীবনে বাংলার অনেক বড় ভূমিকা: নরেন্দ্র মোদি

আমার জীবনে বাংলার অনেক বড় ভূমিকা: নরেন্দ্র মোদি

Narendra Modi Live Updates: প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা প্রধানমন্ত্রীর

প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা প্রধানমন্ত্রীর

Narendra Modi News Live: ধর্মের ভিত্তিতে বিচার করলে দেশের কী হবে? প্রশ্ন প্রধানমন্ত্রীর 

ধর্মের ভিত্তিতে বিচার করলে দেশের কী হবে? প্রশ্ন প্রধানমন্ত্রীর 

Narendra Modi Live Updates: 'এই ধরনের মন্তব্য আদালতের অপমান' OBC সার্টিফিকেট বাতিল নিয়ে মমতার মন্তব্যের পাল্টা জবাব মোদির 

'এই ধরনের মন্তব্য আদালতের অপমান' OBC সার্টিফিকেট বাতিল নিয়ে মমতার মন্তব্যের পাল্টা জবাব মোদির 

Narendra Modi News Live: ২০২৪ থেকে ২০২৯ সালের লড়াইটা সাধারণ মানুষ করবে: নরেন্দ্র মোদি 

২০২৪ থেকে ২০২৯ সালের লড়াইটা সাধারণ মানুষ করবে, আমার দৃঢ় বিশ্বাস গণআন্দোলন হবে: নরেন্দ্র মোদি 

Narendra Modi Live Updates: প্রধানমন্ত্রীর মুখে বাংলার 'রেটকার্ড' প্রসঙ্গ

প্রধানমন্ত্রীর মুখে বাংলার 'রেটকার্ড' প্রসঙ্গ

Narendra Modi News Live:টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে: নরেন্দ্র মোদি 

টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে: নরেন্দ্র মোদি 

Narendra Modi Live Updates: ED এবং CBI-এর কাজের প্রশংসা করা উচিত: নরেন্দ্র মোদি 

ED এবং CBI-এর কাজের প্রশংসা করা উচিত: নরেন্দ্র মোদি 

Narendra Modi News Live: ক্যামেরার সামনে টাকার পাহাড় দেখা যাচ্ছে, তাকে কী করে এড়িয়ে যাবেন! প্রশ্ন নরেন্দ্র মোদির

ক্যামেরার সামনে টাকার পাহাড় দেখা যাচ্ছে, তাকে কী করে এড়িয়ে যাবেন! প্রশ্ন নরেন্দ্র মোদির

Narendra Modi Live Updates: প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ। নরেন্দ্র মোদির দীর্ঘতম সাক্ষাৎকার

পয়লা জুন ভোটের শেষ দফা। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ। নরেন্দ্র মোদির দীর্ঘতম সাক্ষাৎকার

Narendra Modi News Live: তাপস রায় ও শীলভদ্র দত্তর সমর্থনে কলকাতায় মোদির রোড শো

ভোটপ্রচারে ফের বাংলায় নরেন্দ্র মোদি, তাপস রায় ও শীলভদ্র দত্তর সমর্থনে কলকাতায় মোদির রোড শো

Narendra Modi Live Updates: উত্তর কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর 

উত্তর কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর 

Narendra Modi News Live: তাপস রায়ের সমর্থনে কলকাতায় মোদির রোড শো

ভোটপ্রচারে ফের বাংলায় নরেন্দ্র মোদি। তাপস রায়ের সমর্থনে কলকাতায় মোদির রোড শো। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত নরেন্দ্র মোদির রোড শো। 

Narendra Modi Live Updates: বাগবাজারে মায়ের বাড়ি এলেন প্রধানমন্ত্রী

ফের বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদি। বাগবাজারে মায়ের বাড়ি এলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি।

Narendra Modi News Live: দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি

দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি

Narendra Modi Live Updates: শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি

ফের বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদি। প্রথমে বাগবাজারে মায়ের বাড়ি যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি।

Narendra Modi News Live: 'বাংলার মানুষ এখনও আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য হয়' নিশানা মোদির 

'বাংলার মানুষ এখনও আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য হয়' নিশানা মোদির 

Narendra Modi Live Updates: ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

Narendra Modi News Live: বাংলায় তৃণমূলের টেরর মডেল : মোদি

বাংলায় তৃণমূলের টেরর মডেল : মোদি

Narendra Modi Live Updates: 'মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন, তাহলে সিপিএমকে ভোট দিয়ে লাভ কী ?' প্রশ্ন মোদির

'মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন, তাহলে সিপিএমকে ভোট দিয়ে লাভ কী ?' প্রশ্ন মোদির

Narendra Modi News Live: সপ্তম দফার ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি

সপ্তম দফার ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি। 'গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি।বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের'। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর 

Narendra Modi Live Updates: ফের বাংলায় এসে সন্দেশখালি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

ফের বাংলায় এসে সন্দেশখালি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

Narendra Modi News Live: 'রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রমের সাধু-সন্তদের অপমান করছে তৃণমূল কংগ্রেস' আক্রমণ নরেন্দ্র মোদির

'রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রমের সাধু-সন্তদের অপমান করছে তৃণমূল কংগ্রেস'
'নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস'

Narendra Modi Live Updates: শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো

শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি
শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো
নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি
কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi News Live: 'লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার লুঠ করেছে তৃণমূল কংগ্রেস', আক্রমণ নরেন্দ্র মোদির

'লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার লুঠ করেছে তৃণমূল কংগ্রেস', আক্রমণ নরেন্দ্র মোদির

Narendra Modi Live Updates: 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি' বললেন মোদি 

'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি' বললেন মোদি 

Narendra Modi News Live: সপ্তম দফা লোকসভা ভোটের আগে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী

সপ্তম দফা লোকসভা ভোটের আগে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী। অশোকনগর ও বারুইপুরে সভা, শ্যামবাজারে রোড শো। বুধবার কুলপিতে প্রচার। 

Narendra Modi Live Updates: 'মাকে ভয় দেখাচ্ছে, মাটিকে অপমান করছে তৃণমূল কংগ্রেস' তোপ মোদির

'মা-মাটি-মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেস, কিন্তু মাকে ভয় দেখাচ্ছে, মাটিকে অপমান করছে তৃণমূল কংগ্রেস'

Narendra Modi News Live: নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস' অশোকনগরের সভা থেকে আক্রমণ মোদির 

নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস' অশোকনগরের সভা থেকে আক্রমণ মোদির 

Narendra Modi Live Updates: 'তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ' আক্রমণ মোদির 

'তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ' আক্রমণ মোদির 

Narendra Modi News Live: অশোকনগর সভা শুরু প্রধানমন্ত্রীর

অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi Live Updates: শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি

আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি। 

প্রেক্ষাপট

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তিলোত্তমায় প্রথম রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর কলকাতায় পৌঁছেই বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান নরেন্দ্র মোদি। এই প্রথম মায়ের বাড়িতে এলেন দেশের কোনও প্রধানমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে ফুল, প্রসাদী মালা সহ বিভিন্ন জিনিস দেওয়া মায়ের বাড়ির তরফে। মায়ের বাড়িতে প্রার্থনা সেরে শ্যামবাজারে আসেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে মাল্যদান করেন তিনি। এরপরে শুরু হয় প্রধামন্ত্রীর মেগা রোড-শো। বিজেপি প্রার্থী তাপস রায় ছাড়াও প্রধামন্ত্রীর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। সঙ্গে ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও। বিবেকানন্দের বাড়ির সামনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো। বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তিনি। পরে রাজভবনে যান প্রধানমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.