নয়াদিল্লি: এনডিএ-র (NDA New Form) নতুন ব্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi Speech)। সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বললেন, 'এনডিএ-কে যদি একদিকে রাখি, অন্য দিকে ভারতের মানুষের স্বপ্ন এবং সঙ্কল্পকে রাখি, তা হলে এন মানে দাঁড়ায় নিউ ইন্ডিয়া, ডি মানে ডেভলপড ইন্ডিয়া এবং এ মানে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া।'


বিশদ...
শুক্রবার, এনডিএ-র সংসদীয় দলের সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করার কথা। সব কিছু নির্ঘণ্ট মাফিক চললে, আগামী পরশু অর্থাৎ রবিবার, সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তার আগে, এদিনের বৈঠকে, তিনি কী বার্তা দেন, সে দিকে নজর ছিল সব মহলেরই। এনডিএ-র নতুন ব্যাখ্যা দিয়ে মোদি বলেন, 'এই স্বপ্ন এবং সঙ্কল্পের বাস্তবায়ন আমাদের সকলের প্রতিশ্রুতি। আমাদের আগামীদের রোডম্যাপও এটি।' অতীতের থেকেও যাতে আরও বেশি পরিষেবা পাওয়া যায়, সেই বার্তাই এনডিএ-কে পাঠিয়েছেন ভারতের ভোটাররা, মনে করান মোদি। তাঁর কথায়, জনতা চায় যে 'আমরা নিজেরাই যেন আমাদের পুরনো রেকর্ড ভেঙে ফেলতে পারি।' 

সুশাসনের বার্তা...
সেন্ট্রাল হলের বক্তৃতাতেও সুশাসনের কথা বার বার বলে গিয়েছেন মোদি। বলেন, 'এনডিএ-র কমন ফ্যাক্টর গুড গভর্ননেন্স। যখনই সেবা করার সুযোগ মিলেছে, এনডিএ কাজ করেছে...এনডিএ গরিব কল্যাণ ও সুশাসনে তৎপর। সরকার কী হতে পারে, কেমন হতে পারে, কাদের জন্য হতে পারে, জনতা জনার্দন তা অনুভন করেছে। সরকারের সঙ্গে জনতার যে দূরত্ব ছিল, তা আমরা ঘুচিয়েছি। এনডিএ সরকারে আগামী ১০ বছরে, অনেক বড় দায়িত্ব নিয়ে বলছি, ...সুশাসনের নতুন অধ্যায় লিখব, বিকাশের নতুন অধ্যায় লিখব। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবই।' শুক্রবার, একদিকে যেমন তিনি সংসদে নিরপেক্ষ থাকার বার্তা দেন, অন্য দিকে তেমনই আবার সমালোচনাও করেন। বিশেষত কংগ্রেসকে ফের একহাত নিতে শোনা যায় তাঁকে। মনে করান, গত তিনটে লোকসভা ভোট মিলিয়ে কংগ্রেস যে কটি আসন জিতেছে, শুধু এবারেই বিজেপি তার থেকে বেশি আসন পেয়েছে। তবে এই বিরোধিতার সুর যেন দলগুলির নিজেদের মধ্যেই সীমিত থাকে, দেশের বিরুদ্ধে না চলে যায়, সে কথাও খেয়াল রাখতে বলেন তিনি।


আরও পড়ুন:রাজ্যে কে, কোন আসনে কত ব্যবধানে জিতলেন ? একনজরে দেখে নিন টেবিলে