সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতি বছরই নির্বাচনে ভোট দেন নতুন ভোটাররা। কিন্তু তাঁদের উৎসাহ দেওয়ার জন্য কোনও ভাবনা চিন্তা থাকে না অন্যান্য বছর। এবার নির্বাচন কমিশন নতুন ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য ভিন্ন ভাবনা ভাবল। বেলুন, ঘুড়ি উড়িয়ে নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল গেল বারাসাতের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।
কীভাবে নতুন ভোটারদের উৎসাহিত করার উদ্যোগ নিল নির্বাচন কমিশন?
ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ কনটেস্ট চলে দীর্ঘক্ষণ। তাছাড়া কীভাবে ভোট দিতে হয় তাও সেখানো হয়েছে। নতুন ভোটারদের শেখানো হয়, ইভিএম মেশিন পর্যন্ত যাওয়ার আগে তাঁদের কী কী কাজ থাকবে। ইভিএম এর সঙ্গে পরিচিত করাতে পাশাপাশি এই সব কিছুর উদ্দেশ্যেই বারাসাত ১ নম্বর ব্লক থেকে আধিকারিকরা যান। কীভাবে নতুন ভোটাররা ভোট দানে অংশগ্রহণ করবেন সেগুলো প্রশিক্ষণ দেন হাতে-কলমে। পাশাপাশি ভোট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে বেলুন ওড়ানো হয়। ঘুড়ি উড়িয়ে নতুন ভোটারদের সঙ্গে সময় কাটান নির্বাচন কমিশনের আধিকারিকরা।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ছাত্রী মৌমিতা ধর বলেন, “আমরা এবার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাব এটা ভেবেই খুব ভাল লাগছে। কীভাবে ভোট দিতে হয় এবং ভোটিং মেশিনের সঙ্গে পরিচিত হতে পেরে আমাদের খুব ভালো লাগছে।“ তার পাশাপাশি বারাসাত ১ নম্বর ব্লকের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মঞ্জুলা বোস জানান, নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য এই নির্বাচন কমিশনের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাই এই ধরনের ক্যাম্পাসে আরও সচেতনতা কর্মসূচি নেওয়া হবে ।