কলকাতা: লোকসভা নির্বাচনী (Lok Sabha Election) যুদ্ধের দামামা যখন বেজে গিয়েছে, সেই সময়ই বিজেপির (BJP) অন্দরে বড় খবর। এবারের লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)! এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।                         


জানা গিয়েছে, ভোটে লড়ার মতো অর্থবল নেই তাঁর, এমনটাই  জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 'দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। সমস্যা হল ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত, সেটা জরুরি', জানিয়েছেন নির্মলা সীতারমণ। দল সৌজন্য দেখালেও, আমার যুক্তি মেনে নিয়েছে, তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি, এমনটাই জানিয়েছেন তিনি। 


জাতীয় সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'এই বিষয়টি নিয়ে এক সপ্তাহ থেকে ১০ দিন চিন্তাভাবনা করেছি। এরপর সিদ্ধান্ত নিলাম না লড়াই করার। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক, আমার সমস্যা আছে। সেখানে জেতার জন্য বলতে হত কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের। আমার মনে হয় না আমি এটা করতে পারব।' 


এদিকে, কেন তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, তাঁর বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়।                     


তবে দলের হয়ে প্রচার তিনি করে যাবেন, এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, এই নির্বাচনে আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গে সঙ্গে প্রচারেও যাব।  


এদিকে, নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। নির্বাচনী বন্ডের দুর্নীতি সামনে আসায়, এবার বিজেপির লড়াই শুধু বিরোধী জোটের সঙ্গে নয়, দেশের মানুষের সঙ্গে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে আক্রমণ শানিয়েছে কেরল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, ২০১৯-এর এপ্রিল থেকে ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত বন্ডের মাধ্যমে ৬ হাজার ৬০ কোটি টাকা পেয়েছে বিজেপি। ১ হাজার ৬০৯ কোটি টাকা পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আঞ্চলিক দল তৃণমূল।


এই খবরটি বিস্তারিত পড়তে ক্লিক করুন- 'নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি, মোদি সরকারকে ভুগতে হবে', দাবি নির্মলার স্বামীর