বেঙ্গালুরু: সবাই যাতে ভোট উৎসব যোগ দেন তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও নানা আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে ভোটারদের উৎসাহিত করার জন্য। তাতেও অনেকে শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি ভোটগ্রহণ কেন্দ্রে। এর মাঝেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। শারীরিক অসুস্থতা অজুহাত না বানিয়ে অ্যাম্বুল্যান্সে (Ambulance) চেপে ভোট কেন্দ্রে পৌঁছতে গেলেন নিউমোনিয়াতে (Pneumonia) আক্রান্ত ৭৮ বছরে এক বৃদ্ধা। শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলাকালীন এই ঘটনাটি ঘটতে দেখা গেল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru)।


স্থানীয় সূত্রে জানা গেছে, ৭৮ বছরের ওই বৃদ্ধ মহিলার নাম কলাবতী। নিজের কর্তব্য পালন এবং দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য শারীরিক অসুস্থতাকে অজুহাত বানাননি তিনি। নিউমোনিয়াও রুখতে পারেনি তাঁর পথ চলা। শুক্রবার যখন সবাই ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত তখন অ্যাম্বুল্যান্সে করে নির্দিষ্ট ভোটকেন্দ্র এসে পৌঁছন তিনি। তারপর অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচারে করে ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া ইভিএম মেশিনের কাছে।


 



শুক্রবার ভোট দেওয়ার পর প্রায় সবাই ছুঁটছিলেন বিভিন্ন রেস্তোরাঁর উদ্দেশে। লম্বা লাইন দিয়ে অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল রেস্তোরাঁর বাইরে। কারণ অনেক জায়গায় ভোট দিয়ে হাতের কালো কালি দেখাতে পারলেই ফ্রিতে মিলছিল ধোসা, লাড্ডু, কপি ও অন্যান্য খাদ্যদ্রব্য। কোনও কোনও রেস্তোরাঁ আবার ভোটারদের খাবারের বিলে ডিসকাউন্ট দিচ্ছিল।


প্রসঙ্গত উল্লেখ্য, ১৪টি রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলে ভোট ছিল আজকে। তার মধ্যে পাঁচটি রাজ্যে বিকেল চারটে পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়তে দেখা যায়। ওই সময়ে ত্রিপুরাতে সর্বোচ্চ ভোট পড়েছিল ৬৮.৯ শতাংশ অন্যদিকে মণিপুরে পড়েছিল ৬৮.৪ শতাংশ ভোট। আর এই দৌড়ে অনেকটাই পিছিয়ে ছিল বিহার, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। 


আরও পড়ুন: Delhi Rain: দাবদাহে জ্বলছে কলকাতা, আচমকা ঝড়বৃষ্টিতে কমল দিল্লির তাপমাত্রা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।