ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও কমলকৃষ্ণ দে, কলকাতা : আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! দিনভর দিকে দিকে যেন ছাপ্পাভোটের প্রতিযোগিতা চলল। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও ছাপ্পাভোটের অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই অতিষ্ঠ হয়ে DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার।  


মোমের আলোয় চলছে ছাপ্পাভোট ! ফটাফট ছাপ পড়ছে ব্য়ালটে ! কেউ কেউ আপনমনে ব্যালট পুরছেন বাক্সে। কেউ আবার দু'হাতে ভোট দিয়েছেন ! পঞ্চায়েত ভোট ! নাকি ছাপ্পা ভোট ? এই ছবি, দেখলে সে প্রশ্ন উঠতে বাধ্য ! আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! জামালপুর থেকে সাঁইথিয়া... ছাপ্পার প্রতিযোগিতায়...যেন এ বলে আমায় দেখ ও বলে আমায়।


পূর্ব বর্ধমানের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙা ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। দেখা যায়, একের পর এক ভাঁজ করা ব্যালট পেপার ব্য়ালট বক্সে ঢোকাচ্ছেন এক ব্যক্তি। প্রশ্ন করতেই মুখে কুলুপ আঁটেন তিনি। বাইরে বেরিয়ে ফের প্রশ্ন করতে এক দৌড়ে ছুটে পালান আরেকজন !


উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বাদুড়িয়ার আতুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৮৩ নম্বর বুথে ছাপ্পা ভোট। পুলিশের সামনেই ছাপ্পা ভোট দিলেন সিপিএম কর্মীরা। তার ভিডিও ভাইরাল। 


মালদার ইংরেজবাজারের ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে, কার্যত বুথের দখল নিয়ে ছাপ্পা ভোট চলতে থাকে। ফোল্ড করে ব্যালট বক্সে ঢোকাচ্ছিলেন....আচমকা সামনে ক্য়ামরা দেখতেই লুকোলেন ব্যালট। পূর্ব বর্ধমানেও ধরা পড়ে একই ছবি।


রাজ্যজুড়ে ভোটে এই ছবি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, "এই জন্য স্বাধীনতা ? আমর বাড়ির লোক ব্রিটিশদের জেল খেটেছিল এই জন্য ? এগুলো দেখার জন্য ? নিজের ভোট নিজে দিতে পারব না, মমতা আর ভাইপোর জন্য ? এর শেষ দেখে ছাড়ব।"


তৃণমূল বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বিভিন্ন জায়গায় তো সিপিএমকে ছাপ্পা মারতে দেখা গেল।'


হুগলির আরামবাগে মইগ্রামে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাঁকুড়ার মেজিয়াতেও ধরা পড়ে একই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial