শান্তনু নস্কর ও বিটন চক্রবর্তী, বাসন্তী ও পাঁশকুড়া : ব্যালট নিয়ে দৌড়, ব্যালটে জল, আবার কোথাও সটান পুকুরে ফেলে দেওয়ার ছবি দেখা গিয়েছিল পঞ্চায়েত ভোটের দিন। রবিবার পুকুরে নেমে সেই ব্যালট বাক্স উদ্ধার করা হল। ভোটের দিন কারা ছিনতাই করেছিল ব্যালট বাক্স ? সেনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে পুকুর থেকে, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফেলে দেওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছিল সিবিআই। আর ভোটের বাংলায় পুকুর থেকে উঠে এল ব্যালট বাক্স !


গণতান্ত্রিক অধিকারের প্রয়োগের হাতিয়ার ব্যালট। পঞ্চায়েত ভোটের দিন সেই ব্যালটই কোথাও মাটিতে গড়াগড়ি খেল, কোথাও ব্যালট নিয়ে দৌড় দিল দুষ্কৃতী, আবার কোথাও পুকুর বা ভ্যাটে ছুড়ে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট চললেও, গভীর রাতে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় গন্ডগোল বাধে ! আইএসএফের অভিযোগ, ভোটকর্মী ও পুলিশ কর্মীদের মারধর করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ধাওয়া করতেই বাক্স পুকুরে ফেলে চম্পট দেয় তারা। রবিবার সকালে পুকুর থেকে জলভর্তি ব্যালট বাক্স উদ্ধার করে পুলিশ।


পাঁশকুড়ার পুরুষোত্তমপুরের আইএসএফ নেতা এসকে নিজাম বলেন, "শাসক দলের কিছু দুষ্কৃতী সুন্দরভাবে ভোট হওয়ার পরে আমাদের সঙ্গে এভাবে কথা বলছে যে, তোমরা এখান থেকে বেরোতে পারবে না। এখানে নিয়ে গেলে রাস্তায় আক্রমণ করব।"


যদিও পাঁশকুড়া ব্লকের INTTUC-র সহ সভাপতি রাজেশ মল্লিকের বক্তব্য, "ভোট শেষ হওয়ার পরে আমরা কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে এসেছি। ওরা বলছিল, এখানে গণনা করতে হবে। অফিসারদের নিয়ে যেতে দিচ্ছিল না। পরে ফোর্স যায়। তাদের উপর হামলা করে। তৃণমূল কংগ্রেস দলটা আমরা করছি, আমরা আতঙ্কে আছি।" 


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর পঞ্চায়েতেও ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে। শনিবার সন্ধেয় তৃণমূল ও আরএসপির সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অভিযোগ, ব্যালট বাক্স সিল করতে বাধা দেয় আরএসপির কর্মী সমর্থকরা। আটকাতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে। পুকুরে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স। রবিবার সকালে পুকুরে নেমে দুটি ব্যালট বাক্স উদ্ধার করে গ্রামবাসীই। যদিও অভিযোগ অস্বীকার করেছে আরএসপি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial