ভাঙড়: বিডিও অফিস লাগোয়া চত্বর কাল ছিল যুদ্ধক্ষেত্র! বাংলার ভোটরঙ্গে আজও কি রণাঙ্গনের নাম হয়ে উঠবে ভাঙড় (Bhangar)? ভয়ের ভাঙড়ে পঞ্চম দিনের মনোনয়ন (Panchayat Election Nomination) পর্ব ঘিরেও সেই আশঙ্কা যাচ্ছে না। গতকাল তুলকালাম কাণ্ডের পর, আজ তৃণমূল প্রার্থীদের মনোনয়নে সুরক্ষা ঢালের ভূমিকা নিয়েছেন স্বয়ং আরাবুল ইসলাম (Arabul Islam)। সকাল ১১টা থেকে মনোনয়ন পর্ব শুরু। তার প্রায় আড়াই ঘণ্টা আগেই ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে দলীয় প্রার্থীদের নিয়ে হাজির তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম। বিডিও অফিস চত্বরে আজও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
সকাল সাড়ে ৮টা-৯টার মধ্যেই এদিন ব্লক অফিসে দলীয় প্রার্থীদের নিয়ে পৌঁছে যান আরাবুল ইসলাম। গতকালের অশান্তির যাবতীয় দায়ভার ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির কোর্টেই ঠেলেছেন তৃণমূলের দাপুটে নেতা। নৌশাদের গ্রেফতারিও দাবি করেছেন আরাবুল। মনোনয়ন দিতে আসা তৃণমূল প্রার্থীরা বলছেন, ISF যাতে তাঁদের মনোনয়নে বাধা দিতে না পারে, সেকারণেই আগেভাগে ব্লক অফিসে হাজির হয়েছেন তাঁরা।
চতুর্থ দিনেও ভাঙড়জুড়ে শুধুই ভয়ের ছবি: গতকালও পুলিশের সামনেই মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা । গুলি চলেছে বলেও অভিযোগ। মনোনয়নের চতুর্থ দিনে ভাঙড়জুড়ে দেখা গিয়েছিল শুধুই ভয়ের ছবি! এক আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। আহত একাধিক আইএসএফ কর্মী। রক্ত ঝরল পুলিশেরও। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। ভাঙড় জুড়ে যেন বোমার সংস্কৃতি! তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে যে গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সেই গাড়ির ড্য়াশবোর্ড থেকে উদ্ধার হল তাজা বোমা। অপর এক তৃণমূল নেতার গাড়ি থেকেও উদ্ধার হয়েছে বোমা। কে রাখল? তা নিয়ে ধোঁয়াশা। নেপথ্য়ে রয়েছে আইএসএফ। অভিযোগ আরাবুলের।
১৪৪ ধারা জারির পরেও বোমাবাজি: গতকাল ভাঙড়ে ISF প্রার্থীদের মনোনয়নের আগে বিডিও অফিসের অদূরে পরপর বোমা বিস্ফোরণ। হাতে লাঠি, বাঁশ নিয়ে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ভাঙড়ে তার লেশমাত্র দেখা গেল না! একশো চুয়াল্লিশ ধারা ভেঙেই চলল বেলাগাম সন্ত্রাস।
মনোনয়ন ঘিরে যেদিন ভাঙড় অশান্ত হয়ে উঠল, সেদিন নবজোয়ার যাত্রা নিয়ে ভাঙড়ে ঢুকলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এদিন দিনভর গণ্ডগোলের জন্য় বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলামকেও দেখা গেল অভিষেকের রোড শোতে উপস্থিত থাকতে।