সঞ্চয়ন মিত্র, কলকাতা: এবার ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছেন সেখানে। সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) সহ বিভিন্ন সংশ্লিস্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে। শহিদ মিনারের ডিএর (DA) ধর্নামঞ্চ থেকে চলছে মনিটারিং। 


কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ: রাত পোহালেই গ্রামবাংলার ভোট। হাইভোল্টেজ নির্বাচন ঘিরে তুঙ্গে পারদ। ভোটকর্মীদের সুরক্ষার জন্য আগেই সরব হয়েছিলেন তাঁরা।এবার ভোটকর্মীদের সমস্যা সমাধানে উদ্যোগী হল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে অবস্থান করছেন তাঁরা। সেই ডিএর ধর্নামঞ্চ থেকেই চলছে মনিটারিং। জানা গিয়েছে, জেলাগুলিকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। সেই জোন অনুযায়ী খোলা হয়েছে কন্ট্রোল রুম। 


কেন এই কন্ট্রোল রুম?


সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা ইলেকশন কন্ট্রোল রুম খুলবেন। সরকারি কর্মচারীরা যাঁরা ভোটের ডিউটি করতে যাচ্ছেন, তাঁরা যদি সমস্যার মধ্যে পড়েন, তাঁরা সেখান থেকে জানাতে পারবেন। এদিন সকাল থেকেই সেই কন্ট্রোল রুম কাজ শুরু করেছে। আজ সারাদিন, আগামীকাল অর্থাৎ ভোটের সারাদিন এই কন্ট্রোল রুম কাজ করবে। ১১ জুলাই ফল ঘোষণার দিনও চালু থাকবে এই কন্ট্রোল রুম।


কীভাবে কাজ?


সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানাচ্ছেন, "গোটা রাজ্যটাকে আটটা জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জোনের জন্য নম্বর রয়েছেন। মোট ৩২টি নম্বর রাখা হয়েছে। যাঁরা এটা হ্যান্ডেল করছেন, তাঁরা অভিযোগ নথিভুক্ত করছেন। আরেকটা টিম এই সমস্যার সমাধানের দায়িত্বে থাকবে। অভিযোগ জানার পর রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে। তার সঙ্গে বিরোধী দল, তৃণমূলের হেল্পলাইন নম্বরেও জানানো হবে। অভিযোগ পাওয়ার পর অবজার্ভর, সেক্টর অফিসার, পিআরও র সঙ্গে যোগাযোগ করে সমাধান করা হবে। আইনগত কিছু বিষয় থাকে, কোথাও বুথ দখল হলে যাতে বুথের ভেতর থেকেই জানাতে পারেন, তার জন্য ইমেল করার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার ফরম্যাটও দেওয়া হয়েছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?