Panchayat Election News : হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প

- ৩৫ দিনে ৪৭ মৃত্যু- মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর- গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু

ABP Ananda Last Updated: 14 Jul 2023 12:27 AM

প্রেক্ষাপট

কলকাতা: গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে ( Poll Violence )  মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও...More

Panchayat Poll Result Update: ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম

ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।