Panchayat Election News : হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প
- ৩৫ দিনে ৪৭ মৃত্যু - মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর - গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু
ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।
পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় (Panchayat Post Poll Violence) অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। নির্বাচনে জেতার পরই নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল এবং নির্দল সমর্থকদের এই সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের প্রায় ১০ জন। আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোট শেষেও সন্ত্রাস। বাসন্তী গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে নালিশ।
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার। ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য।
নদীর ধারে ব্যালট, প্রতিবাদে কুমারগঞ্জে ধুন্ধুমার। বিডিও অফিস ঘেরাও করে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।
হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প। হাওড়ার নলপুর পঞ্চায়েত এলাকার বেটিয়ারি এলাকায় ঝোপের মধ্য থেকে উদ্ধার ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প
'২০২৬-এর বিধানসভায় তৃণমূল-সিপিএম-কংগ্রেস একজোট হয়ে লড়লে অবাক হব না', বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
উত্তর, দক্ষিণ ২৪ পরগনার পর উত্তরবঙ্গের পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর, অভিযোগ কুণালের। ভিডিও প্রকাশ করে অভিযোগ কুণাল ঘোষের।
ভোটে বেলাগাম সন্ত্রাস, ৩৬দিনে ৪৮জনের মৃত্যু।কোচবিহারে ভোটের আগের দিন আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু। তুফানগঞ্জের শালবাড়িতে ভোটের আগের দিন সংঘর্ষ। ভোটের আগের দিন আক্রান্ত, আজ কোচবিহার মেডিক্যালে মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে জয়ন্ত বর্মনের উপর হামলার অভিযোগ বিজেপির।
কালনা, কাটোয়া, গয়েশপুরের পর এবার বাগনান। কংগ্রেসের টিকিটে জিতে 'ডিগবাজি' প্রার্থীর, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গতকাল হিঙ্গলগঞ্জের পর আজ বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা রবিশঙ্কর প্রসাদের। বাসন্তী যাওয়ার আগে রাজভবনে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যপালের কাছে নালিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।
হাবড়া ২ নম্বর ব্লকে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
ভোট সন্ত্রাস ও ভাঙড়কাণ্ডের প্রতিবাদে পথে বাম-কংগ্রেস-আইএসএফ। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত বাম-কংগ্রেস-আইএসএফের মিছিল।
ভোটে বেলাগাম সন্ত্রাস, ৩৬দিনে ৪৮জনের মৃত্যু! কোচবিহারে ভোটের আগের দিন আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু। তুফানগঞ্জের শালবাড়িতে ভোটের আগের দিন সংঘর্ষ। ভোটের আগের দিন আক্রান্ত, আজ কোচবিহার মেডিক্যালে মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে জয়ন্ত বর্মনের উপর হামলার অভিযোগ বিজেপির।
ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ, ঝলসে আহত অন্তত ১০। বোমা বাঁধতে গিয়ে চালতাবেড়িয়ায় বিস্ফোরণ, অন্তত ১০জন আহত। বিস্ফোরণে আহতরা আইএসএফ কর্মী, দাবি স্থানীয় সূত্রে। আহতদের কলকাতায় আনার সময় বাসন্তী হাইওয়েতে আটক। বাসন্তী হাইওয়ের কাঁটাতলায় আহতদের আটকাল পুলিশ।
ভোট গণনার রাত থেকে এখনও 'নিখোঁজ' ভাঙড়ের আইএসএফ প্রার্থী। আইএসএফ প্রার্থীর সঙ্গে স্বামীও নিখোঁজ, অভিযোগ পরিবারের।
'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রাজ্যপালেরও থাকা উচিত, রাজ্যপালের মণিপুরেও যাওয়া উচিত, রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন রাজ্যপাল', অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার। ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য। সাঁতুড়িতে সবক্ষেত্রেই নিরঙ্কুশ জয়লাভ করেছে তৃণমূল। ভোটে কারচুপি করেই জয়লাভ করেছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের।
হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। অশোকনগর-সহ উত্তর ২৪ পরগনার ৪ বুথেও হবে ভোট। অশোকনগরের বুথে ব্যালট পেপারে খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কেন এমন পরিস্থিতি তৈরি হল রাজ্যে, যাতে বারবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাংলায় আসতে হচ্ছে? প্রশ্ন দিলীপ ঘোষের।
হুগলির জাঙ্গিপাড়া ব্লকের রাজবলহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ফলপ্রকাশের পরেও সন্ত্রাস। হুগলির জাঙ্গিপাড়ায় পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, মারধর। দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। কাঠগড়ায় শাসকদল।
হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের ওই ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ফলে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে ওই ১৫টি বুথে ফের
নির্বাচন হবে। এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।
ফলপ্রকাশের পরেও উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গতকাল থেকে দফায় দফায় অশান্তি, বোমাবাজি। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত সামশেরগঞ্জ। হামলা, পাল্টা হামলায় আহত উভয়পক্ষের বেশ কয়েকজন
কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ বিরোধীদের। রাজভবনে পৌঁছলেন বিএসএফের স্পেশাল ডিজি। ভোটে কী ভাবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালকে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি, বলছে সূত্র। স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। 'ভোট পরবর্তী হিংসা রুখতে কী ভূমিকা হবে কেন্দ্রীয় বাহিনীর?' সেই বিষয়েও রাজ্যপালের কাছে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি, খবর সূত্রের।
গতকালের পর আজ ফের ভোট-সন্ত্রাসের খোঁজে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম'। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে আজ যাচ্ছে ডায়মন্ড হারবারে। 'কীভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্য়ায় চালাচ্ছেন, পৃথিবীকে দেখাতে চাই'
, আমরা মানুষের কষ্ট বুঝতে এসেছি, মমতার সার্টিফিকেট চাই না', মন্তব্য বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের
ভোট গণনাকে কেন্দ্র করে ভাঙড়ের কাঁঠালিয়ায় একদিনে ৩ জনের প্রাণহানির ২ দিন পর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে কাশীপুর থানার পুলিশ।
ভোট মিটলেও, ভোট সন্ত্রাসের ক্ষত নিয়ে বেড়াচ্ছে ভাঙড়। পুলিশের পোশাকে গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর অভিযোগ, নিহত ISF কর্মী হাসান মোল্লার স্ত্রীর। গুলি চালিয়েছে আইএসএফ,
পাল্টা দাবি সওকত মোল্লার।
ভোট শেষেও বিরামহীন অশান্তি। রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা।
ভোট-হিংসায় মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
একুশের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মী রাকিবুল ইসলামের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক বিজেপি কর্মী।
হুগলির জাঙ্গিপাড়ায় ২ নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রথমে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, এরপর ভোটের ফল ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ৪ আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বেই হামলা চলে। অভিযুক্ত তৃণমূল সদস্যের পাল্টা দাবি, হেরে গিয়ে মিথ্যা অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী।
আরও একটা ভোট হল বাংলায়। কিন্তু এবারও ভোট-হিংসার মর্মান্তিক ট্র্যাডিশন এড়াতে পারল না রাজ্য। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু। যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে, তাতে কোথায় গিয়ে থামবে এই মৃত্যুমিছিল?
চব্বিশের লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার একচ্ছত্র রাশ রইল তৃণমূলের হাতেই। সব জেলা পরিষদেই নিরঙকুশ শাসকদল। তৃণমূলের দখলে ৩০০-র বেশি পঞ্চায়েত সমিতি, ২,৬০০-র বেশি গ্রাম পঞ্চায়েত।
প্রেক্ষাপট
কলকাতা: গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে ( Poll Violence ) মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও ( TMC ) । ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু হল ৫ জনের।
এ যেন লাশের পাহাড়, ভোট ঘোষণার পর মৃত্য়ু ! মনোনয়ন পর্বে মৃত্য়ু! ভোটের দিন মৃত্য়ু! গণনার পরও মৃত্য়ু! অন্তহীন মৃত্য়ুমিছিল! ৮ জুন ভোট ঘোষণার পর থেকে, ভোটের আগের দিন পর্যন্ত সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২০ জনের। শুধুমাত্র ভোটের দিন, অর্থাৎ ৮ জুলাই সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২১ জনের। ভোটের পর থেকে গণনা, মাঝের এই ২ দিনে খুন ৬ জন।
সব মিলিয়ে গত ৩৫ দিনে মৃত্যু হল ৪৭ জনের।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ' কয়েকটা মাত্র জেলায় গণ্ডগোল হয়েছে। বিরোধী পক্ষ জোট বেধে মেরেছে। আমাদের বেশী কর্মী মারা গেছে। রাম-বাম-শ্য়াম আরেকটি দল মিলে অশান্তি করেছে। মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব এবং হোমগার্ডের চাকরি দেব '
ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জন আইএসএফ কর্মীর। সন্ত্রাসের ভাঙড়ে খুন হতে হল এক সাধারণ গ্রামবাসীকেও।
মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন এক কংগ্রেস কর্মী। চাঁচলে খুন হলেন তৃণমূল কর্মী। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সাগদিঘির আক্রান্ত কংগ্রেসকর্মীর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মৃত্য়ু হয়েছে তৃণমূল কর্মীর।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনই কলকাতা হাইকোর্ট বলেছে, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -