মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সাবিরউদ্দিন। গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান রাজ্যপাল। 


কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার: খড়গ্রামে খুনের বদলা খুুন। এবার কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাবিরুদ্দিন শেখকে খুনের অভিযোগ। মনোনয়ন পর্বের প্রথম দিন খড়গ্রামের রতনপুরে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। গতকাল তাঁর বাড়িতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল ফিরতেই ফের খুনের ঘটনা ঘটল খড়গ্রামে। 


আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট ঘোষণা হওয়ার পর্ব থেকেই দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন সকালেও বদল হল না সেই চিত্রর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। আর শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। 


পঞ্চায়েত ভোটের আগের রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত। মাঝরাতে সামশেরগঞ্জের সুলিতলা এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। রাস্তায় এখনও পড়ে রয়েছে বোমা। অভিযোগ, ভেঙে দেওয়া হয় কাঞ্চনতলা-সুলিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রশিম শেখের মোটরবাইক। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চলে। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। কংগ্রেস ও তৃণমূল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছে। গ্রামবাসীরা আতঙ্কিত। 


ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। পাশাপাশি ডোমকলের কুপিলা এলাকায় গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। অভিযোগ, ভোটকেন্দ্রে আসার সময় গুলি চলে। অভিযোগের তির বাম-কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার জোটের। মুর্শিদাবাদ থানার হুলাশপুরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম দুই কংগ্রেস কর্মী। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজি করে তৃণমূলের দুষকৃতীরা। জখম দুই কংগ্রেস কর্মীকে নিয়ে যাওয়া হয় লালবাগ মহকুমা হাসপাতালে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?