তুফানগঞ্জ: ভোটের আগের রাতে জোড়া খুন! তুফানগঞ্জ ও বেলডাঙায় খুন ২ তৃণমূল কর্মী। তুফানগঞ্জে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের । বেলডাঙায় খুন তৃণমূল কর্মী । দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী ইংরেজবাজারে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ । বাসন্তীতে তৃণমূল-নির্দল সংঘর্ষ। কেশপুরের তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৮ । হাসনাবাদে আক্রান্ত বিজেপি, জখম ৪ কর্মী, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ । জাঙ্গিপাড়ায় আক্রান্ত আইএসএফের ব্লক সভাপতি, ফাটল মাথা । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ।                                


রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু তার আগের দিনও রেহাই নেই সন্ত্রাস থেকে! ফের ঝরল প্রাণ একাধিক প্রাণ। ভোটের আগের রাতেও ফের খুন! বেলডাঙায় (Beldanga) কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, মৃত্যু শাসক দলের কর্মীর। মৃত্যু তৃণমূল কর্মী বাবর আলির। এলাকায় উত্তেজনা, পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। আজই রানিনগরে (Raninagar) কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ান  অধীর চৌধুরী। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। 


আগামীকাল ভোট। আর রাজ্যজুড়ে আজ রাতেই দফায় দফায় বিক্ষোভ, খুন। শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল হাসনাবাদ। হাসনাবাদে বিজেপি কর্মীদের মারধর, জখম হন ৪ জন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, প্রতিবাদে অবরোধ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।


পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ৩০ দিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জন।  পঞ্চায়েত ভোটে অন্যতম স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ (Murshidabad)। সেখানেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাদ গেল না ভোটের আগের রাতও। শুরুটা হয়েছিল ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস।  ১৫ই জুন মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ৪ জুন, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী আলিম বিশ্বাসের। শেষ নয় এখানেই, ৫ জুলাই, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দুষ্কৃতী কামাল শেখের।