হংসরাজ সিংহ, আদ্রা: পুরুলিয়ায় (Purulia) তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার (Arrest) করা হল কংগ্রেসের এক প্রার্থী সহ ২ জনকে। গতকাল আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। সেই ঘটনায় পুরুলিয়ার ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও এনডি জামাল নামে আরেক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ খুন: রাজ্য়ে ঝরে গেল আরও একটি প্রাণ। মুর্শিদাবাদ থেকে ভাঙড়, কোচবিহার থেকে চোপড়ার পর এবার পুরুলিয়া। পঞ্চায়েতের (Panchayat Election 2023) মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৪ দিনে ৯ জনের মৃত্য়ু হল। গতকাল, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে হত্য়া করা হয় তৃণমূলের টাউন সভাপতিকে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভিড়ে ঠাসা আদ্রা বাজারে তৃণমূলের কার্যালয়ের বাইরে বসে ছিলেন দলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস ও গাড়ির চালক। তৃণমূল নেতা খুনের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে থমথমে আদ্রা। আদ্রা স্টেশন রোডে সকাল থেকে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।
তৃণমূল নেতা খুনে গ্রেফতার দুই: প্রত্য়ক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি বাইকে চড়ে সেখানে এসে দাঁড়ায় তিন জন। খুব কাছ থেকে তৃণমূলের টাউন সভাপতিকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ধনঞ্জয় চৌবে। গুলি লাগে তাঁর দেহরক্ষীরও। চোখের নিমেষে বাইকে চড়ে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা।হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূলের টাউন সভাপতিকে মৃত ঘোষণা করা হয়। তাঁর ৫টি গুলি লেগেছিল। তাঁর দেহরক্ষীর শরীর ফুঁড়ে যায় ১টি গুলি। এই ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী সহ ২ জনকে। পুরুলিয়ার ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন সহ এনডি জামাল নামে আরেক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে তৃণমূলে আরও বিদ্রোহ। বিধায়ক হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে। তাই ৫০-৫০ ভাগ হয়েছে। দল আমার ওপর ভরসা রাখতে পারেনি। ক্ষোভ উগরে দিয়ে এমনই মন্তব্য় করলেন তণমূল বিধায়ক। পাশাপাশি, উস্তি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তথা দলের ব্লক সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকেও আক্রমণ করেছেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে মানবেন্দ্রকে। যিনি গত পাঁচ বছর রাজনীতি করেননি। মিটিং, মিছিল করেননি। শুধু ব্যবসা করে গেছেন। নিজের স্ত্রীকে প্রার্থী করে অন্য পঞ্চায়েত এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়েছেন। গিয়াসউদ্দিন ডিপ্রেসন থেকেই একথা বলছেন। পাল্টা মন্তব্য় মানবেন্দ্রর।
আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি