Panchayat Election 2023 : ৩৩ দিনে বাংলায় ভোট-হিংসার বলি ৪০
আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে 'গুলি-বোমা' আরও খবর
পুনর্নির্বাচনেও অশান্তি দিনহাটায়। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন প্রার্থী।
নদিয়ায় খাটের নীচে লুকিয়ে একজনের রক্ষা। রেহাই পেলেন না সঙ্গী কনস্টেবল।নেপথ্যে বাম-বিজেপি, দাবি তৃণমূলের। ছাপ্পার জেরে জনরোষ, পাল্টা সিপিএম।
ভোটার থেকে পুলিশ, ভোট সন্ত্রাসের হাত থেকে কারও নেই রেহাই! নদিয়ার গাংনাপুরে বুথের সামনেই রাস্তায় ফেলে উর্দিধারীকে বেধড়ক মার।
আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ। ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মীর।
তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিকে রাস্তায় ফেলে মার। প্রতিবাদে তমলুক থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, আইসি-কে হুঁশিয়ারি কুণাল ঘোষের
'যাকে ইচ্ছে তাকে ভোট দেব' বলায় নৃশংসভাবে খুন। ভোটের দিনের সন্ত্রাসের বলি এবার কেতুগ্রামের ভোটার। 'তৃণমূলকে ভোট দিতে না চাওয়ায় পিটিয়ে, বোল্ডার দিয়ে থেঁতলে খুন। যাকে ইচ্ছে তাকে ভোট দেব' বলায় বোল্ডার দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিহতের পরিবারের।
তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিকে রাস্তায় ফেলে মার। প্রতিবাদে তমলুক থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, আইসি-কে হুঁশিয়ারি কুণাল ঘোষের। 'আইসি-কে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, বাকি অভিযুক্তদের ধরে আনুন। না হলে আন্দোলন কোথায় নিয়ে যেতে হয় আমরা বুঝিয়ে দেব', আইসি-র বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 'রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের এজেন্টের মতো কাজ করেছে' বললেন তিনি।
ব্যারাকপুরে হামলার পাল্টা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। প্রতিবাদে তৃণমূলের পার্টি অফিস ভাঙলেন আক্রান্তর স্ত্রী। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সিপিএমের।
হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা (Panchayat Poll Violence) নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে। বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty)।
জ্য়াংড়ায় ফের ভুয়ো ভোটার। এবিপি আনন্দর ক্যামেরার সামনে ধরা পড়ার পরেও পুলিশের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেলেন জনৈক ব্যক্তি। পরে দলবল নিয়ে ফিরে এসে চড়াও এবিপি আনন্দের প্রতিনিধির ওপর। এভাবেই আজ জ্য়াংড়ায় পুননির্বাচনের ছবি উঠে এল আমাদের ক্যামেরায়।
ভোটের ডিউটিতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশের ২ কনস্টেবল। নদিয়ার গাংনাপুরের বুথের বাইরে গণপিটুনির শিকার কনস্টেবল। পুলিশকে গণপিটুনি, ভাঙল হাত, থেঁতলে গেল শরীরের বিভিন্ন অংশ। বুথের সামনেই পুলিশকে বেধড়ক মার, প্রাণ বাঁচাতে বাড়িতে আশ্রয়. একজন খাটের নীচে লুকিয়ে বাঁচলেও, রেহাই পেলেন না আরেক কনস্টেবল।
বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
'প্রত্যেক বুথে ১ জন কেন্দ্রীয় বাহিনী, ১ জন রাজ্য পুলিশ থাকলে হিংসা কম হত', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না', তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ভোট-হিংসা নিয়ে এবার সরব শুভাপ্রসন্ন।
ভোট হিংসা নিয়ে মুখ খুলে দলেরই সাংসদের রোষে ডেবরার তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ অপরূপা পোদ্দারের। ঘরের শত্রু বিভীষণ, তীব্র আক্রমণ করলেন অপরূপা পোদ্দার।
আজ দুপুরে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, 'মুখ্যমন্ত্রীর সর্বগ্রাসী খিদের বলি হয়েছেন রাজ্যের প্রান্তিক মানুষ। ভোটের নামে রাজ্যে গণহত্যার চেহারা নিয়েছে।''নির্বাচন কমিশনার আদালতে জানিয়েছেন ৯৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। ৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে জানিয়েছিলেন কমিশনার। ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে মামলা হবে। ২-৩ জন মিলে ১৫০-২০০ করে ভোট দিয়েছে। আঙুলের ছাপ ফরেন্সিক পরীক্ষার জন্য নির্দেশের আবেদন জানাব।'
ভোট হতেই এনআইএ-র হাতে তৃণমূলের প্রার্থী গ্রেফতার। বীরভূমে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে মনোজ ঘোষকে। তৃণমূল প্রার্থীর পাথর খাদান থেকে প্রচুর বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল এনআইএ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ। কেন ভোটের মুখে মজুত করা হয়েছিল প্রচুর বিস্ফোরক? তদন্তে এনআইএ।
ভোটের দিন কংগ্রেসের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। গতকাল রাতে মৃত্য়ু হল মুর্শিদাবাদের রানিনগরের আহত তৃণমূল কর্মীর। পরিবারের দাবি, ভোটের দিন, সিজারুল শেখ নামে বছর ৩৪-এর তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় সিরাজুলকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে। অভিযোগ, অবস্থার অবনতি হওয়ায়, সেদিনই রাতে তাঁকে আনা হচ্ছিল কলকাতায়। কিন্তু কংগ্রেসের অবরোধের জেরে আটকে পড়ে গাড়ি। সন্ধেয় ফের ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে। গত কাল রাতে হাসপাতালেই মৃত্য়ু হয় তৃণমূল কর্মীর।
বাসন্তী থেকে জলপাইগুড়ি, দেগঙ্গা--ভীত ভোটার-এজেন্টদের ভরসা দিতে মাঠে নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী।
'নির্বাচনে হিংসা না হলে ভালো হত, কেউ মারা না গেলে ভালো হত। পরিস্থিতি তো সবসময় নিয়ন্ত্রণে থাকে না', নির্বাচনে পরপর মৃত্যুর জেরে প্রতিক্রিয়া সৌগত রায়ের।যদিও নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্ব কমিশনের বলে স্মরণ করিয়েছেন তৃণমূল সাংসদ।
বীরভূমে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ। এনআই-এর হাতে গ্রেফতার মনোজ ঘোষ। নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে মনোজ ঘোষকে। তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল এনআইএ
নবজোয়ার নয়, তিহাড় যাত্রা। নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ না পাওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।
পঞ্চায়েতে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৩৮। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আহত তৃণমূলকর্মীর এনআরএসে মৃত্যু। ভোটের দিন বোমার আঘাতে আহত হয়েছিলেন মইদুল শেখ। কংগ্রেসের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস
বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
'যে সব বুথে ছাপ্পা, সেখানে সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ১৮ হাজার বুথে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। 'আমাদের দেওয়া বুথের তালিকা অনুযায়ী পুনর্নির্বাচন দেওয়া হয়নি'
ব্যালট বাক্স বদলে দেওযার অভিযোগ ঘিরে এগরায় বিজেপির স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশের।
জ্য়াংড়া-হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুয়ো ভোটার ধরল কেন্দ্রীয় বাহিনী। ভুয়ো ভোটারদের আই কার্ডে একরকম পরিচয়, আর ভোটার স্লিপে লেখা ছিল অন্য নাম। তাই দেখে সন্দেহ হওয়াতেই আটকায় কেন্দ্রীয় বাহিনী। এরকম ৩ ভুয়ো ভোটারকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
মুর্শিদাবাদের রানিনগরে আরএসপি প্রার্থী নিখোঁজ। খোঁজ মিলছে না আরএসপি প্রার্থী আজাবুল ইসলামের। ভয় দেখানো হচ্ছে, কান্নায় ভেঙে পড়ে বললেন নিখোঁজ প্রার্থীর মা। ভোট দিতে যাব না, বলছেন নিখোঁজ প্রার্থীর স্ত্রী।
বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
উলুবেড়িয়ায় স্ট্রং রুমের ভিতর ঢোকার অভিযোগ তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। একযোগে বিক্ষোভ বিরোধীদের। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ পুলিশের।
পঞ্চায়েত ভোট সন্ত্রাসে মৃত্যু বেড়ে ৩৭। কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। ভোটের দিন মারধরের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানিনগরে আহত তৃণমূল কর্মীর মৃত্যু।
পঞ্চায়েত ভোট সন্ত্রাসে মৃত্যু বেড়ে ৩৭। কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। ভোটের দিন মারধরের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানিনগরে আহত তৃণমূল কর্মীর মৃত্যু।
আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। দিনহাটার বুথে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। ভয়ে কেঁদে ফেললেন প্রার্থী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ভোটের দিন কংগ্রেসের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। গতকাল রাতে মৃত্য়ু হল মুর্শিদাবাদের রানিনগরের আহত তৃণমূল কর্মীর। পরিবারের দাবি, ভোটের দিন, সিজারুল শেখ নামে বছর ৩৪-এর তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় সিরাজুলকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে।
পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। এবার নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্য়ু হয় আক্রান্তের।
পুনর্নির্বাচন ঘিরেও উত্তপ্ত দিনহাটা । দিনহাটার শিবেশ্বরে বোমাবাজি । ভোট ঘিরে সন্ত্রাসের অভিযোগ
পুনর্নির্বাচন ঘিরেও উত্তপ্ত দিনহাটা । দিনহাটার শিবেশ্বরে বোমাবাজি । ভোচ ঘিরে সন্ত্রাসের অভিযোগ
পুনর্নির্বাচনে নদিয়ার কল্য়াণীতে সক্রিয় পুলিশ। কল্য়াণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরের ৬৭ বাই ১ নম্বর বুথে আজ ভোট হচ্ছে। সকাল থেকে দেখা নেই এজেন্টদের। পুলিশকে দেখা গেল মাইকে এজেন্টদের ডাকতে।
তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য়ার বাড়িতে হামলা। তাঁর বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা'! কলেজের বাউন্ডারি ওয়ালে ৬ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া অংশ ভাঙা। বিরোধীদের নজরে এলে এলাকায় উত্তেজনা। কর্মীদের যাতায়াতের জন্য দেওয়াল কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দাবি বিডিও গার্গী দাসের।
আজ পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন
মুর্শিদাবাদের ১৭৫টি বুথে পুনর্নির্বাচন
সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন
মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন
কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন
হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন
উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন
উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন
বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন
নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন
পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে পুনর্নির্বাচন
দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে
ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে পুনর্নির্বাচন
পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন
হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন
সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন
প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান
শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ
পুনর্নির্বাচনের আগে রাতে নাকাশিপাড়ায় গুলি।
তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি।
নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী।
গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।
হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। বিরোধীদের অভিযোগ, স্ট্রং রুম থেকে ব্য়ালট বক্স লুঠের উদ্দেশেই পাঁচিল ভাঙা হয়েছে। প্রতিবাদে একযোগে পথ অবরোধ করে বাম-বিজেপি ও নির্দল প্রার্থীর সমর্থকরা।
পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ। তবে, গুলি লক্ষ্য়ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি।
আজ ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে পুনর্নির্বাচন। তার আগে, রাতভর তল্লাশিতে এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা।
ভোট মিটলেও সন্ত্রাসে বিরাম নেই। এই প্রেক্ষাপটেই আজ ফের ভোটগ্রহণ হতে চলেছে রাজ্যের ৬৯৬টি বুথে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ ১৯টি জেলার একাধিক বুথে হবে পুননির্বাচন। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
রাতের অন্ধকারে ব্যালট বাক্স বদলের চেষ্টা! ব্যালট বাক্স পাল্টানোর 'চেষ্টা'র অভিযোগ বিডিও-র বিরুদ্ধেই লালগোলার বিডিও-র বিরুদ্ধেই অভিযোগ কংগ্রেস-সিপিএমের। স্ট্রং রুম থেকে অব্যবহৃত ব্যালট বাক্স বিডিও-র অফিসে আনার অভিযোগ
প্রেক্ষাপট
পুনর্নির্বাচনের আগেই সন্ত্রাস : আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন ( Repoll )। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। ভয়ে কেঁদে ফেললেন প্রার্থী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
দিল্লিতে সন্ত্রাস-রিপোর্ট ? : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll 2023 ) অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল। সন্ত্রাস নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, খবর সূত্রের।
'ভোট-সন্ত্রাসে লজ্জিত' : পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক।
'সন্ত্রাসের নিন্দা করছি' : পঞ্চায়েতে ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেসের সভাপতি খাড়গে। (বাইটঃ সন্ত্রাসের নিন্দা করছি, অবাধ ও স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত, অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না)
'তালিকা দেয়নি কমিশন' : যেখানে বাহিনী সেখানে মৃত্যু হয়নি। দু-এক জায়গায় শূন্যে গুলি, স্টান গ্রেনেড ব্যবহার। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি কমিশন। বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির।
'বাহিনী মোতায়েনে-সমঝোতা' : দিল্লির সঙ্গে মমতার সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপির প্রতিবাদ করা উচিত। বিস্ফোরক অধীর। বাহিনীকে বসিয়ে রেখে চা খাওয়ানো হয়েছে। দাবি দিলীপের।
সিবিআই চায় পরিবার : দিনহাটায় মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে খুন ছেলে। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, সিবিআই চায় পরিবার।
রণক্ষেত্র চাকুলিয়া : পঞ্চায়েতে নির্বাচনে লুঠ, ভোট দিতে না পারার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পরপর গাড়ি ভাঙচুর-আগুন বিরোধীদের।
স্ট্রং রুমের সামনে ধর্না : ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। মালদার গাজোলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -