Panchayat Election 2023 : ৩৩ দিনে বাংলায় ভোট-হিংসার বলি ৪০

আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনদিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে 'গুলি-বোমা'আরও খবর

ABP Ananda Last Updated: 11 Jul 2023 12:10 AM

প্রেক্ষাপট

পুনর্নির্বাচনের আগেই সন্ত্রাস :  আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন ( Repoll )। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। ভয়ে কেঁদে ফেললেন প্রার্থী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।দিল্লিতে সন্ত্রাস-রিপোর্ট ?...More

Panchayat Election Live :পুনর্নির্বাচনেও অশান্তি দিনহাটায়

পুনর্নির্বাচনেও অশান্তি দিনহাটায়। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন প্রার্থী।