সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগ। বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। নির্দল প্রার্থীর ক্যাম্প অফিস ভাঙচুর। এলাকায় প্রবল উত্তেজনা, অবরুদ্ধ টাকি রোড। টানা হামলা শাসক দলের, অভিযোগ নির্দল প্রার্থীর।পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।


নির্দল প্রার্থীর সমর্থককে খুন: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) সকালেও সন্ত্রাস অব্যাহত। নির্দলদের ক্যাম্প ভাঙচুর। অভিযোগ, গতকাল রাতে নির্দল সমর্থকরা ক্যাম্পে বসে থাকাকালীন বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বোমাও ছোড়ে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর স্বামীর মদতেই হামলা চলে বলে অভিযোগ নির্দলদের। সকালে ফের উত্তেজনা ছড়ায়। টাকি রোড অবরোধ করেন নির্দল সমর্থকরা। বুথের বাইরে বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও নির্দল সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা ছিল কার্যত নীরব দর্শকের। বুথে তালা আটকে দেন তাঁরা। বুথের সামনে ধর্নায় বসেছেন নির্দল সমর্থকের স্ত্রী।


আজ পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। ভোট ঘোষণা হওয়ার পর্ব থেকেই  দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন সকালেও বদল হল না সেই চিত্রর। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত গত মাসে মৃত্যু হয়েছে ২২ জনের। 


এদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথে ১০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের দাবি, গতকাল গভীর রাতে বুথে চড়াও হয়ে ব্যালট পেপার ছিনতাই করে তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, প্রথমে তাদের প্রার্থীকে অপহরণের চেষ্টা করে তৃণমূলের বাইক বাহিনী। গ্রামবাসীরা বাধা দিলে তারা পালায়। এরপর বুথে ঢুকে তৃণমূল কর্মীরা ব্যালট ছিনতাই করে বলে অভিযোগ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?