ভাস্কর মুখোপাধ্যায়, নানুর : অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমে বিজেপিকে (Birbhum BJP) উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। নানুরের কর্মিসভা থেকে বললেন, 'খেলা হবে।' দিলেন দেখে নেওয়ার হুঁশিয়ারি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে কাহারো অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না। ঠিক যেমন, বীরভূমেও নেই। পঞ্চায়েত ভোটের মুখে অনুব্রতহীন বীরভূম। শোনা যাচ্ছে না চড়াম-চড়াম ঢাক বা গুড় বাতাসার হুঙ্কার। এবার কি সেই শূন্যস্থান পূরণ করছেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ ?
গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি রয়েছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর, যেদিন ফের খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন, সেদিনই বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ঢঙে হুঙ্কার দিলেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। বললেন, 'সময় কথা বলবে, যদি তারা আসে। আসতে বলুন, দেখতে পাবেন কী খেলা হবে।'
এদিন নানুরের বাসাপাড়ায় কর্মিসভা করে তৃণমূল। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। তাঁদের উপস্থিতিতেই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী। কাজল শেখ বলেন, 'যদি ধরতে পারে, রাতের অন্ধকারে, এখন কথাটা বলব না। তখন তোমরা বুঝতে পারবে। রাতের অন্ধকারে প্রচার করতে নয়। বিজেপির কাছে প্রচুর টাকা আছে। রাতের অন্ধকারে যারা আমার আদিবাসী সম্প্রদায়ের ভাই আছে, যাদের মধ্যে শিক্ষার হারটা কম আছে, তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে, মদে আসক্ত করে, ভুল পথে যারা পরিচালনা করবে, তাদেরকে দেখে নেওয়ার কথা বলেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদেরকে দেখে নেব, কথা বলেছি। দেখে নেবই।'
পাল্টা বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার জবাব, 'কাজলবাবু ওত যদি আপনার ভয়, তাহলে ওখানে আমাদের জেলার যিনি কাজ দেখছেন, অষ্টম মণ্ডলকে রাস্তায় ফেলে পিটিয়ে প্রার্থী দিতে বারণ করলেন কেন। আপনার প্রতিদ্বন্দ্বী কেষ্টবাবু তো এখন জেলে আছেন। তা আপনার ভয় কীসের ? বড় জোর তিহাড় গেছেন, বড় ছটফট করলে আপনাকেও একদিন বিহার যেতে হবে।'
সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে লাল মাটির জেলা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন