রঞ্জিত সাউ, কলকাতা : দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। সন্ত্রাস, হিংসা, খুন, রক্তপাতের মাঝেই আগামীর প্রতিশ্রুতি, বাদ যাচ্ছে না কিছুই। ভোটপ্রচার পর্বের মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা মনে করিয় ফের একবার রাজ্যের সমস্ত মহিলার কাছে তা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাল্টা ক্ষমতায় এলে তাঁরা ৫০০ টাকার বদলে ২ হাজার টাকা দেবেন বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) গলাতেও আগে শোনা গিয়েছিল যে সুর। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় ভিন্ন সুর। বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি সরব তৃণমূল সরকারে 'দান খয়রাতির রাজনীতি' নিয়েই।


২৫ বছরের বেশি বয়সের রাজ্যের সব মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পাল্টা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য, 'লোক দেখিয়ে আর ভয় দেখিয়ে ছাড়া ভোট নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক নির্বাচনের আগে নতুন দান খয়রাতির কথা বলবেন আর যাতে অনেক লোক প্রলুব্ধ হয়ে যায়। এমনি তে তো সরকার কিছু দেয় না। তারা ভাববে মাসে ৫০০ টাকা পাব। ওই টাকাটা নিতে গিয়ে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ থেকে চাকরি বাকরি কিছুই হচ্ছে না রাজ্যে। কেউ যদি প্রলুব্ধ হয় তাহলে তাঁদের এটাই বলতে হয় ৫০০ টাকা ঘুষ নিয়েই বসে থাকুন আর আপনাদের ছেলেরা বেকার ঘুরে বেড়াক।'


এদিকে, নির্বাচনের প্রাক্কালে ফের রাজ্যে ঝরেছে রক্ত। ডোমকলে প্রাণ গিয়েছে ৪ তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। যে প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে নিশানা করে দিলীপ ঘোষের মন্তব্য, 'যত নির্বাচন এগিয়ে আসবে, মারপিট, গুলি বন্দুকের আওয়াজ বাড়বে। তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব কী প্রকট হয়ে গিয়েছে এটা তারই প্রমাণ। হিংসা ছাড়া তৃণমূলের রাস্তা নেই জেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন যে, পার্টির সঙ্গে লোকেরা নেই। কর্মীরাও বেরোচ্ছে না ভোটপ্রচারে। অনেকেই নির্দল দাঁড়িয়ে যাচ্ছে।'               


আরও পড়ুন- 'রাজ্যেই কর্মসংস্থান হবে...', পঞ্চায়েত ভোটের আগে বড় বার্তা মমতার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial