কলকাতা : মারামারি-সংঘর্ষ থেকে রক্তপাত-মৃত্যু। গণতন্ত্রের উৎসবের প্রাক্কালে যেন শবের স্তূপে রাজ্য। পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) প্রাক্কালে রাজ্যজুড়ে জারি রয়েছে লাগামহীন হিংসা। আর সেই আবহেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, গ্রাম বাংলার ফল ঘোষণার পরেও আরও দশ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচনের প্রাক্কালে হিংসার ছবি ও বঙ্গে ভোট পরবর্তী হিংসার আগের সব ঘটনাক্রমের কথা মাথায় রেখেই আদালতের এমন নির্দেশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুভেন্দু অধিকারীর মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির নির্দেশ, 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ আছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে। আদালত আশা করে ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজি-কে সাহায্য করবে'।
কেন্দ্রীয় বাহিনীর আসা নিয়ে জট কাটলেও সম্পূর্ণ বাহিনী পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এসে পৌঁছনোর সম্ভবনা ক্ষীণ বলেই আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। 'বারবার অনুরোধের পর ৮ জুলাই রাত ৯টায় জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানানো হয়েছে, তবে তার আগে ৮০ শতাংশ বাহিনী পৌঁছে যাবে, আদালতকে আশ্বাস কেন্দ্রের। যদিও হাইকোর্টের প্রতি বুথে বাহিনীর পরামর্শে হাইকোর্টে কেন্দ্রের আইনজীবী জানালেন, 'স্পর্শকাতর এলাকায় বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কিছু বুথে জওয়ান দেওয়া সম্ভব নয়'।
যার পরই শুভেন্দু অধিকারীর আইনজীবীর সওয়াল, ২০১৩-র মডেলে ভোট হলে এত সমস্যা হত না। যার পাশাপাশি ভোটের ফল ঘোষণার পর অন্তত ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন। যে কার্যত মেনে নিয়ে প্রধান বিচারপতি বক্তব্য, 'ফল ঘোষণার পর বিজয়ীরা মিছিল করবেন, সেই সময় গন্ডগোলের আশঙ্কা আছে।' যারপরই ফল ঘোষণার পরে আরও দশ দিন বাহিনীকে রাজ্যে রাখার নির্দেশ দেন তিনি।
এদিকে, মালদা, মুর্শিদাবাদে বেশিরভাগ পর্যবেক্ষকের ফোন বন্ধ রয়েছে বলেই আদালতে অভিযোগ অধীর চৌধুরীর। যদিও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পাল্টা দাবি, প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন