কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthyasathi Card)  জন্য আবেদন করতে চাইছেন বা এই সংক্রান্ত তথ্য খুঁজছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এখানে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া হল। কোথায় গিয়ে কীভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন রইল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য।


কারা আবেদন করতে পারবেন
যে পরিবারের কোনও সদস্যেরই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card)  নেই তাঁরা আবেদন কতে পারবেন। এ ক্ষেত্রে পরিবারের কোনও সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কীম বা ই এস আই বা সরকার পোষিত কোনও হেলথ ইনসিওরেন্স বা  অ্যাসিওরেন্স স্কীমের অন্তর্ভুক্ত নন এবং সরকারি বা সরকারি সংস্থা থেকে চিকিৎসার জন্য কোনও ভাতা পান না কেবলমাত্র এমন পরিবারই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।  পরিবারপিছু একটি করে কার্ড দেওয়া হবে।


কীভাবে আবেদন করবেন?



  • সম্পূর্ণ নতুন কার্ডের জন্য ফ্রম 'বি'- তে আবেদন করতে হবে। 

  • যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পাননি তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। শীঘ্রই তাঁরা কার্ড পাবেন। (রেজিস্টার্ড মোবাইল নম্বর বা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সম্পর্কিত তথ্য মিলবে)

  • পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সে ক্ষেত্রে আবেদনকারীকে ফর্ম 'A'-তে আবেদন করে পরিবারে সঙ্গে তালিকায় যুক্ত হতে হবে

  • স্বাস্থ্যসাথী  কার্ডে থাকা কোনও সদস্যের নাম বাদ দিতে হলে  ফর্ম 'D'-তে আবেদন করতে হবে। 

  • স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধীকৃত সদস্যের দেওয়া কোনও তথ্যগত ভুল থাকলে সে ক্ষেত্রে সংশোধনের জন্য ফর্ম 'C'-তে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। ওয়েবসাইটে জানানো হয়েছে, নামের বানান ভুল বা ছোটখাট কোনও ভুলের জন্য স্বাস্থ্যসাথীর পরিষেবা পেতে কোনও অসুবিধা হয় না। সে ক্ষেত্রে ফর্ম সি ফিলআপ করার প্রয়োজন নেই। 


কিছু গুরুত্বপূর্ণ তথ্য



  • আবেদনকারী ও পরিবারের সকল সদস্যের নাম ঠিকানাসহ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে। 

  • যাঁর নামে কার্ড তাঁর মোবাইল নম্বর প্রয়োজনীয়

  • পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিয়ে তবেই আবেদন করতে হবে।  


কী কী সুবিধা



  • বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধা

  • রাজ্য ও ভিনরাজ্যসহ ১৫০০ নির্ধারিত হাসপাতালে পরিষেবার সুবিধা

  • সকল জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা


আবেদনের জন্য কোথায় যোগাযোগ করবেন?
মহকুমা শাসকের অফিস বা পুরনিগমের ক্ষেত্রে বরো অফিস, স্বাস্থ্য়সাথী মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট swasthyasathi.gov.in বা টোল ফ্রি নম্বর 1800-385-5384 


আরও পড়ুন: Rupashree Prakalpa: রাজ্য সরকারের 'রূপশ্রী' প্রকল্পে আবেদন করতে চাইছেন? এই কাগজগুলো নিয়ে যেতে ভুলবেন না