অতনু হালদার ও সৌভিক মজুমদার, কলকাতা : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের নির্দেশ, রাজ্যের সব স্পর্শকাতর জেলাগুলিতে ভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই। স্পর্শকাতর জেলাগুলি ছাড়াও যে যে জেলা বা জায়গায় রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেই শান্তিতে ভোট সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। পাশাপাশি ভোট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনকে নির্দেশ দিল আদালত। রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করার পাশাপাশি সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করতে সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ, প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ।
এই মুহূর্তে স্পর্শকাতর হিসেবে কয়েকটি জেলাকে চিহ্নিত করেছে হাইকোর্ট, সেখানে এক্ষুনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। 'রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করবে' সেই জেলা ছাড়া আর কোথায় কেন্দ্রীয় বাহিনী ? পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, ভিন রাজ্য থেকে ১৫ ব্যাটেলিয়ন পুলিশ নির্বাচনের জন্য আনছেন তারা। কমিশনের তরফে জানানো, স্পর্শকাতর জেলা পূর্ব মেদিনীপুর, বীরভূম, দঃ ২৪ পরগনা, উঃ ২৪ পরগনার একাংশ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, হুগলিতেও এখনই বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।
মনোনয়নের সময়সীমায় যদিও এখনই হস্তক্ষেপ করল না হাইকোর্ট । রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল রাখা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরেই ছাড়ল হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোটগ্রহণ, মননোয়ন পেশের সময়সীমা-সহ একাধিক বিষয় নিয়ে দায়ের হয় মামলা। বিরোধীদের দাবি ছিল, মনোনয়নে জমা দেওয়ার জন্য সকাল ১১টা থেকে বিকেল ৩টের পর্যন্ত যে সময় বরাদ্দ করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। কিন্তু মনোনয়নের বিষয়ে হস্তক্ষেপ করল না আদালত।
আরও পড়ুন- বাড়ল না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মনোনয়ন নিয়ে কোনও নির্দেশ না দিলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মহামান্য আদালত জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের সুরক্ষায় মোতায়েন করা যাবে না সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত গাইডলাইন মেনেই ভোট করানোর নির্দেশ । নিরুপায় হলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যেতে পারে, নির্দেশ হাইকোর্টের।