হাওড়া: ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে 'স্ট্রং রুম ভাঙার চেষ্টা'! কলেজের বাউন্ডারি ওয়ালে ৬ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া অংশ ভাঙা। বিরোধীদের নজরে এলে এলাকায় উত্তেজনা। শাসকের বিরুদ্ধে ব্যালট লুঠের পরিকল্পনার অভিযোগ। রাতে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি-সিপিএম-নির্দল প্রার্থীদের সমর্থকদের। কর্মীদের যাতায়াতের জন্য দেওয়াল কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দাবি বিডিও গার্গী দাসের।
স্ট্রং রুমে বিধায়ক: পুনর্নির্বাচনের সকাল থেকেই হাওড়ায় একাধিক অশান্তির খবর এসেছে। নির্মল মাজির বিরুদ্ধে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ার খলিসানিতে। স্ট্রং রুমের ভিতর ঢুকে পড়লেন খোদ তৃণমূল বিধায়ক! ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি স্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্য়ালট বক্স এনে রাখা হয়েছে এখানেই। বিরোধীদের অভিযোগ, সেখানেই গতকাল রাতে দলের কর্মীদের নিয়ে ঢোকেন উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এরপরই রাতে, স্ট্রং রুমের সামনে ক্ষোভে ফেটে পড়ে বাম-বিজেপি-কংগ্রেস-আইসএফ-এর কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি করে তারা। পরিস্থিতি সামাল দিতে, ব্য়াপক লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও তৃণমূল বিধায়কের দাবি, পুরোটাই গুজব।
আজ কোথায় কোথায় পুনর্নির্বাচন? দেখে নিন
আজ পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন।
উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন । প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ানশনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ ।