উত্তর দিনাজপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে ফের আলোচনার কেন্দ্রে 'লক্ষ্মীর ভাণ্ডার'। ক্ষমতা বদল বা ক্ষমতা দখলে ঠিক কত টাকা জনগণ পাবেন, তা অবশ্য নয় এবার সরাসরি হুঁশিয়ারি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন খোদ শাসকদলের বিধায়ক ! উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক (TMC MLA) গৌতম পালের হুঁশিয়ারি, 'নির্দল, সিপিএম, কংগ্রেসকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে'। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।


ঠিক কী বলেছেন করণদিঘির তৃণমূল বিধায়ক ? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম পাল বলেছেন, 'কোনও নির্দল, সিপিএম বা কংগ্রেসকে ভোট দেবেন না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।' ব্যাখ্যা হিসেবে ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'সাগরদিঘিতে বায়রন জেতার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বায়রন বিশ্বাস।' তৃণমূল সরকার না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে না বলে যখন হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক, তখন তাঁকে পাল্টা নিশানা করেছে বিরোধীরা।


তৃণমূল বিধায়কের ভাইরাল হওয়া ভিডিও-র প্রেক্ষিতে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার চালানোর ক্ষমতা তৃণমূল সরকারের নেই। ওঁরা (তৃণমূল) ভোটে জিতলে এমনিই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আর কোনও জনপ্রতিনিধি এভাবে কোন সরকারি প্রকল্প চলবে না চলবে না সেটা বলতে পারেন না।'


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোন বা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবার মুখেই উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৫০০ টাকার বদলে ২ হাজার টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর রাজ্যে চলতে থাকা লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের সব ২৫ ঊর্ধ্ব মহিলাই যাতে সুবিধা পান, তা রাজ্য সরকার নিশ্চিত করেছে বলেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের মাসে ৫০০ টাকা দেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত থাকলে বয়স ৬০ পেরোলে স্বাভাবিকভাবে তা বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও গণ্য হবে বলেই ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


এবার ভোট প্রচারের মাঝে সরাসরি বিরোধীদের ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলেই হুঁশিয়ারি দিলেন শাসকদলের বিধায়ক। ভাইরাল যে ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। 


আরও পড়ুন- মৃতদেহ পেয়েও হয়েছিল হাতছাড়া, ডিএনএ টেস্টের পর মাসখানেক বাদে ট্রেন দুর্ঘটনায় মৃতের দেহ পৌঁছল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial