কলকাতা : রাজ্যজুড়ে মনোনয়ন-অশান্তির মাঝেই নতুন নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। 'কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়', মনোনয়নেই জেলায় জেলায় সন্ত্রাসের মধ্যেই নির্দেশ কমিশনের।


রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কেন মনোনয়ন প্রত্যাহার, নির্দিষ্ট কারণ দেখাতেই হবে প্রার্থীকে, রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার নয়'। পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রত্যাহার নিয়ে নতুন বিজ্ঞপ্তি কমিশনের । জরুরি ভিত্তিতে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসল কমিশন। এদিকে, পঞ্চায়েত ভোটে কোনও অশান্তি বরদাস্ত নয়, ফের বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)।


এমনিতেই কলকাতা হাইকোর্টে সোমবারের শুনানি শেষে প্রশ্ন উঠছে, এবার কি পিছতে পারে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) নির্ঘণ্ট ? মনোনয়ন দাখিলের জন্য় 'স্বল্প' সময়সীমা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য় নির্বাচন কমিশন। সোমবার, পঞ্চায়েত ভোট বিজেপি ও কংগ্রেসের মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, আদালত নির্দেশ দিলে আগামী ১৬ ই জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত কমিশন। আগেও আমরা ৭ দিনের সময়সীমা দিয়ে নির্বাচন করেছি। তখন সমস্যা হয়নি।


তখন, প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ৭ দিনের বেশি সময় মনোনয়ন পেশের জন্য দেওয়া যাবে না এরকম কোনও আইন আছে ? উত্তরে রাজ্য নির্বাচন কমিশন জানায়, না, এরকম কোনও আইন নেই। এরপরই রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, তাহলে, যদি মনোনয়ন পেশের দিন একদিন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সব তারিখই একদিন করে পিছিয়ে দিতে হবে। আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, একদিন পিছিয়ে দিলে কোথাও কোনও সমস্যা হবে না, কিন্তু তার বেশি পিছোতে হলে নির্ধারিত সূচিতে পরিবর্তন করতে হবে।


আরও পড়ুন- বাঁশ লাগানো ঝান্ডার ছবি পোস্ট, তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের


কলকাতা হাইকোর্ট প্রাথমিক প্রস্তাব দেয় ১৫ই জুন মনোনয়ন পেশের দিন শুরু,  ২১শে জুন মনোনয়নের শেষ দিন, ২৩শে জুন ক্রুটিনি, ২৬ শে জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ জুলাই নির্বাচন করা হোক।                          


আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম