শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই।
আগাগোড়া অশান্ত কোচবিহার
ভোটের মনোনয়ন জমা থেকে শুরু করে ভোটের ফলাফল ঘোষণা, দিনহাটা রইল উত্তপ্তই। ভোট-পূর্বকাল থেকেই নেতাদের তর্জন-গর্জন, বোমা-গুলিতে অশান্ত কোচবিহার। পঞ্চায়েত ভোটের আগে থেকেই, কোচবিহার যেন সন্ত্রাসের আঁতুরঘর। একের পর এক গুলি, বোমা, প্রাণহানি। ঝরেছে রক্ত। ফলাফলের দিনও ব্যতিক্রম হতে পারল না কোচবিহার।
বোমা ফেটে জখম ২
বোমা ফেটে জখম হল এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে হাত উড়ে যায় এক ব্যক্তির।
অশান্তির সিলসিলা
জুনেই দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয় এক তৃণমূল কর্মীর। পেটে গুলি লাগে তৃণমূল প্রার্থীর ভাইয়ের। শীতলকুচিতে তৃণমূলের কর্মসূচি লক্ষ্য় করে ফের গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ভোটের আগে বিজেপি কর্মী দীপঙ্কর রায়ের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়। দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। ভোটের ২ দিন আগে শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি হয়। ভোটের ঠিক আগের দিন কোচবিহারের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা উদ্ধার হয়। ফলাফলের দিনও বোমা উদ্ধার ঘিরে অশান্তই রইল কোচবিহার।
গণনাকেন্দ্রে ব্যালটে কালি
মঙ্গলবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ১০০টি ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল। তারপরই ব্যালটে কালি ও জল ঢেলে দেয় তৃণমূল, অভিযোগ বিজেপির। এই ঘটনায় আটক করা হয় তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থীকে।
শেষ পাওয়া খবর অনুসারে, কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। সেখানে বিজেপির দখলে গেছে ২৪টি। ৫টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। উত্তরবঙ্গে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্য়ে। তবে মালদায় তুলনামূলকভাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলকে টক্কর দেওয়ার চেষ্টা করেছে।