West Bengal Panchayat Election Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর
Panchayat Election Result Live Updates : পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ফল ঘোষণা ( Panchayat Poll 2023 ) ১১ জুলাই, মঙ্গলবার।
মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। মঙ্গলবার ফল ঘোষণার দিনেও বিভিন্ন জায়গা থেকে সামনে এল অশান্তির ছবি। যা নিয়ে প্রত্য়াশিতভাবেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
সন্ধেয় ট্যুইট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলনেত্রীর পোস্ট এল একটু রাতের দিকে। ফেসবুকে পোস্ট দিয়ে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। এদিন সকাল থেকে, ভোটগণনা শুরু হতে যে ট্রেন্ড দেখা গিয়েছে তাতে নাগাড়ে দাপট দেখিয়ে গিয়েছে তাঁর দল। রাত পর্যন্ত যতটা ফল জানা গিয়েছে, তাও সবুজ ঝড়ের কথাই বলছে। তবে গণনা এখনও শেষ হয়নি। তার আগেই প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদসূচক পোস্ট সোশ্যাল মিডিয়ায়।
ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে ।
বোমা ফাটিয়ে বিজয় উল্লাস, পুলিশের তাড়ায় পুকুরে আইএসএফ কর্মীদের ঝাঁপ। ভাঙ্গড় ২ নম্বর ব্লকে জয়ের পর আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির পরেই কাশীপুর পুলিশের তাড়া, পুকুরে ঝাঁপ কয়েকজনের।
১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল। প্রাণ গেছিল ১২ জনের। সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান। ১৭ আসন বিশিষ্ট সাহারা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনে দখল নিয়েছে বিজেপি। ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল।
সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
এবারই প্রথম এরাজ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা। পুরুলিয়ার বিভিন্ন আসনে নির্দল হিসাবে প্রার্থী দিয়েছিল তারা। এরমধ্যে মানকিয়ারা গ্রাম পঞ্চায়েতে ১৪টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে কুড়মিরা। এর ফলে এই প্রথম গ্রাম পঞ্চায়েত গঠন করবেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
গণনা চলাকালীন ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভাঙড়ের দক্ষিণ গাজিপুরে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব। আইএসএফ-জমি রক্ষা কমিটির বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত পোলেরহাটেই তৃণমূলের হার! পোলেরহাট ২: ধরাশায়ী তৃণমূল, ২৪টির মধ্যে মাত্র ১টিতে জয়
হাওড়ার সাঁইরাইলে আক্রান্ত সিপিএম প্রার্থী। মেরে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের সামনেই বাম প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কান্নায় ভাঙলেন সিপিএম প্রার্থী।
'ভোটের দিনে ১০ জনের মৃত্যু হয়েছে, পুলিশও সেই তথ্য দিয়েছে। কমিশনের কাছে এই তথ্য আছে। ভোট হিংসায় ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই',
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার।
গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।
পঞ্চায়েতে সবুজ ঝড়, বিরোধীদের পাল্টা আক্রমণে অভিষেক। 'বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাউ ভোট ফর মমতা। বিরোধীদের প্রচার বদলে দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ', পঞ্চায়েতে তৃণমূলের বিপুল জয়ের পর ট্যুইট অভিষেকের।
১ ভোটে জিতে যাওয়ার পরেও হারিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি (BJP) প্রার্থীর। ঘটনা বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতে। গেরুয়া শিবিরের প্রার্থীর অভিযোগ, সার্টিফিকেট দেওয়ার আগে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বাতিল ভোট দিয়ে হারিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। হারার পরে বাহানা, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেস (TMC) !
কেশিয়াড়িতে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার। খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ দেয়নি। আর এসব কিছুরই বলি হচ্ছেন গরীব মানুষরা। এটা বাংলার বৈশিষ্ট্য নয়। রাজনীতি থাকবেই। কিন্তু হিংসাকে রাজনীতির আওতার বাইরে রাখা উচিত। এই পরিস্থিতির কথা আমার সাংবিধানিক সতীর্থদরে জানা উচিত, আমি তাঁদের জানাব। প্রতিক্রিয়া রাজ্যপালের।
দুই অভিনেত্রী রাজনীতিবিদের সম্মুখসমর উত্তপ্ত সোনারপুর। বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। জমায়েত করেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও। দুপক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিল তৃণমূল! ৪ভোটে জিতছিলেন, দাবি হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের। হঠাৎ টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ সিপিএমের।
গণনাকে ঘিরে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ। ভিড় হঠাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেশ কয়েকজন আহত। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার হুমকি বিধায়কের।
বাঁকুড়ার শালতোড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়ি ভাঙচুর ! বিজেপি ক্যাম্পের পাশে বিধায়কের গাড়িতে হামলা, পাথর বৃষ্টি।
রাজারহাট-বিষ্ণুপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে টসে জিতলেন তৃণমূল প্রার্থী। তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, টসে জয় তৃণমূল প্রার্থীর ।
পঞ্চায়েত ভোটে লাগাতার হিংসা, হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র। 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক, রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়। মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে', মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
অশোকনগরে গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি। খুলছে না রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট
পঞ্চায়েতে জয়লাভের পরেই তৃণমূলে যোগদান সিপিএম প্রার্থীর। তৃণমূলে যোগ দিলেন কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। গণনাকেন্দ্রেই তৃণমূলে যোগ দিলেন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। জয়ী প্রার্থীর দাবি তিনি তৃণমূলেই ছিলেন, পারিবারিক কারণে সিপিএম-এর হয়ে দাঁড়ান
দুই অভিনেত্রী রাজনীতিবিদের সম্মুখসমর উত্তপ্ত সোনারপুর। বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। জমায়েত করেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও। দুপক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের একটি ব্যালট বাক্সর চাবি 'অমিল'। চাবি খুঁজে না পাওয়ায় খোলা যাচ্ছে না ব্যালট বাক্স
থমকে রয়েছে গণনা, তুমুল বিশৃঙ্খলা।
বাঁকুড়ার শালতোড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়ি ভাঙচুর! বিজেপি ক্যাম্পের পাশে বিধায়কের গাড়িতে হামলা, পাথর বৃষ্টি
ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত পোলেরহাট ২ হাতছাড়া তৃণমূলের, পোলেরহাট ২ পঞ্চায়েত ছিনিয়ে নিল আইএসএফ-জমিরক্ষা কমিটির জোট
নন্দীগ্রাম ২ ব্লকের ৭টির মধ্যে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে। নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি । নলহাটির ২টি গ্রাম পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেস জোট। পঃ বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম ।
বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস। তাড়া করে বিজেপি কর্মীদের পুকুরে ফেলল পুলিশ।
গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি। নলহাটির ২টি গ্রাম পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেস জোট। পঃ বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম ।
উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের তমলুকের মাতঙ্গিনী ব্লক, অবৈধ জমায়েত হটাতে পুলিশের তুমুল লাঠিচার্জ
দুবরাজপুরে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের তৃণমূলপ্রার্থী স্ত্রী। নলহাটিতে জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী। ময়ূরেশ্বরে জয়ী বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী দুধকুমার মণ্ডল।
এখনও পর্যন্ত ৬৮১ টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বামেরা জয় পেয়েছে ১৮টি গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের দখলে এসেছে ৪৮টি গ্রাম পঞ্চায়েতে। অন্যান্যদের দখলে গিয়েছে ৭টি পঞ্চায়েত।
গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৯৩টিই তৃণমূলের! গণনার আগেই দঃ ২৪ পরগনায় ৬৫ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। উঃ ২৪ পরগনার ২৫, বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের।
পঃ মেদিনীপুরের ২৮, পূর্ব বর্ধমানের ৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। গণনার আগেই হাওড়ার ২৯টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
ভোট গণনার দিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উত্তেজনা। তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে ধাক্কা । ধাক্কা মেরে শাসক বিধায়ককে সরিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গণনা কেন্দ্রের সামনে অবৈধ জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া
ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের হাতে আটক প্রতীক-উর রহমান। পুলিশের হাতে আটক এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান। আটক সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষ। প্রতিবাদে ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ সিপিএম কর্মী সমর্থকদের
ব্যারাকপুরে গণনাকেন্দ্র ধুন্ধুমার। বিজেপি প্রার্থীকে টেনে-হিঁচড়ে বের করে দিল পুলিশ।
ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি, ট্যুইট শুভেন্দু অধিকারীর। লিখলেন, 'গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে'
জাঙ্গিপাড়ায় আক্রান্ত সিপিএম। এজেন্টকে মার। সিপিএমের পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ।
গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের। পুলিশ লাঠি চার্জ করেও আটকাতে পারছে না।
গণনা শুরুর আগে বারাবনিতে তুমুল উত্তেজনা, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা>
বীরভূমের নানুরে ভোট গণনার আগে উত্তেজনা। সিপিএম, কংগ্রেস এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
পঞ্চায়েত ভোট গণনার আগেই রণক্ষেত্র স্ট্রংরুম। দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর। রতুয়ায় তৃণমূল নেতাকে বেধড়ক মার।
দিল্লি থেকে ফিরে ফের হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। আনন্দ বোসের মুখে এবার দস্যু রত্নাকরের প্রসঙ্গ। আজকের দস্যুরাই একদিন ত্রাতা হয়ে উঠতে পারে। যেভাবে রত্নাকর একদিন বাল্মিকী হয়ে উঠেছিলেন। রাজনৈতিক কন্ট্রোলরুম তৈরি করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজের সামনে উত্তেজনা। গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির । বাগনান এক নম্বর ব্লকের গণনাকেন্দ্র হয় বাগনান আদর্শ হাইস্কুলে। ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও র্যাফ
পঞ্চায়েতের ভোট গণনার আগেও ভাঙড়ে বোমা উদ্ধার।
ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার বোমা।
শৌচাগারের ছাদের উপর থেকে বোমা উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ।
কারা বোমা রেখেছে, তদন্ত করছে পুলিশ।
'আগামী দিনে আইনশৃঙ্খলা ঠিক না হলে মৃত্যু হবেই কিন্তু একতরফা হবে না। গণনার দিন ভোট-হিংসা নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের। যে এলাকায় শক্তিশালী বিজেপি, সেখানে ভাল ভোট হয়েছে। তৃণমূলের কেউ মারা যায়নি, দুষ্কৃতীরা মারা গেছে। যারা টাকা নিয়ে ভোট করাতে গিয়েছিল, মানুষ তাদের প্রতিরোধ করেছে' বললেন দিলীপ ঘোষ।
ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ।
আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ।
গণনাকেন্দ্রের সামনে থেকেই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ।
উত্তর থেকে দক্ষিণ কেমন হতে চলেছে ২০২৩-র ত্রিস্তর পঞ্চায়েতের চিত্র? আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হবে ব্যালট পেপার গোনার কাজ। গণনা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনী। রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা।
স্ট্রংরুমে মুখোমুখি তৃণমূল-বিজেপি, বচসা-হাতাহাতি।
জোর করে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
স্ট্রংরুমে আগে ঢুকেছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির।
কেন্দ্রীয় বাহিনীর সামনেই স্ট্রংরুমে ঢুকে যান বিজেপি-তৃণমূল নেতা-কর্মীরা।
পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিন, নদিয়ার ধুবুলিয়ায় উদ্ধার হল বিজেপি প্রার্থীর নিখোঁজ দেওরের পচাগলা দেহ। খুনের অভিযোগ তুলে ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআই তদন্ত দাবি। ঘটনার প্রতিবাদে রাজ্য় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশ কুকুর এনে সাড়ে ৬ ঘণ্টা পর দেহ উদ্ধার।
আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ। ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মীর।
গণনার আগেই স্ট্রং রুমের দখলের অভিযোগে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতার গাড়িতে হামলা।
অপেক্ষার আর কিছুক্ষণ, কার দখলে যাবে গ্রাম বাংলার রাশ? সকাল ৮টা থেকে পঞ্চায়েতের ফল গণনা
রাজ্যজুড়ে ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। ভোট গণনা চলবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে।
প্রতি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
প্রেক্ষাপট
কলকাতা : শনিবার ৮ জুলাই ছিল রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হয়। তারই ফল ঘোষণা ( Panchayat Poll 2023 ) ১১ জুলাই, মঙ্গলবার।
পঞ্চায়েত ভোটে রাজ্যবাসী সাক্ষী থেকেছে দিনভর সন্ত্রাসের ( Panchayat Poll Violence ) । ভোট মিটলেও সন্ত্রাস থামেনি। ভোট সংক্রান্ত হিংসায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়েছে। সেই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হয় রাজ্যের ৬৯৬টি বুথে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ ১৯টি জেলার একাধিক বুথে হয় পুননির্বাচন।
যেখানে যেখানে পুনর্বার ভোটগ্রহণ হয়েছে, সেগুলি হল -
- মুর্শিদাবাদের ১৭৫টি বুথে পুনর্নির্বাচন : সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় হয় পুনর্নির্বাচন
- মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হয় পুনর্নির্বাচন
- কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন: হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে হয় পুনর্নির্বাচন
- উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হয় পুনর্নির্বাচন
- উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হয় পুনর্নির্বাচন
- বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হয় পুননির্বাচন , নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হয় পুনর্নির্বাচন
- পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে হয় পুনর্নির্বাচন
- দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে হয় পুনর্নির্বাচন হবে
- ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে হয় পুনর্নির্বাচন
- পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে পুনর্নির্বাচন
- হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হয় পুনর্নির্বাচন
- শনিবার ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -