West Bengal Panchayat Election Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর

Panchayat Election Result Live Updates : পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ফল ঘোষণা ( Panchayat Poll 2023 )  ১১ জুলাই, মঙ্গলবার।

ABP Ananda Last Updated: 11 Jul 2023 11:48 PM

প্রেক্ষাপট

কলকাতা :  শনিবার ৮ জুলাই ছিল রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হয়। তারই ফল ঘোষণা ( Panchayat Poll 2023 )  ১১ জুলাই,...More

West Bengal Panchayat Result :মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না

মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। মঙ্গলবার ফল ঘোষণার দিনেও বিভিন্ন জায়গা থেকে সামনে এল অশান্তির ছবি। যা নিয়ে প্রত্য়াশিতভাবেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।