হাওড়া:  আমতা, বারুইপুরের পর পাঁচলায় এদিন গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন কথা বললেন তিনি। একই দিনে আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসপাতালে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 


হিংসাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করেন শুভেন্দু


এদিন হাওড়া গিয়ে, আক্রান্তদের সঙ্গে কথা বলে, তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পর যে কী হবে, এ নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন,'এ নিয়ে আমি আদালতে আবেদন করব'। এখানেই শেষনয়, এদিন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে একটি গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেন। আক্রান্ত বিজেপি কর্মীর কথা তুলে তিনি বলেন, 'মুচেলিকা দিতে হয়েছে, যতদিন আমরা বাঁচব ততদিন বিজেপি করা যাবে না। এ কী অসভ্য বর্বর দেশে আমরা বসবাস করি ! ' এরপর যাবতীয় হিংসাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করেন শুভেন্দু অধিকারী


'চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তা হলে সে মমতা'


অপরদিকে, পাঁচলায় যখন আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, সেই সময়, শুভেন্দুকে স্বাগত জানাতে মালা পরাতে গেলে, তা পরতে অস্বীকার করেন বিরোধী দলনেতা। কারণ জানিয়ে তিনি বলেন, দলীয় কর্মীদের এই রক্তাক্ত অবস্থা দেখে তিনি আশঙ্কিত। তাই এই হিংসার মাঝে তিনি মালা পরবেন না। এমনকি রাজ্যপালের পিসরুমে জমা পড়া সাড়ে ৭ হাজার অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু।  পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাটে, গিয়ে সুকান্ত বলেন, 'চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তা হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়।'


আরও পড়ুন,  '৩০০-র বেশি ভোটে জয়', নির্দল প্রার্থীর জেতা সার্টিফিকেট 'কেড়ে' নিল কে ?


প্রসঙ্গত, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ভোটের বলির সংখ্যা বহু। বলাইবাহুল্য, এমনই এক আবহে, রাজ্যে আসে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?' প্রশ্ন তুলেছেন তিনি।